প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন হয়নি। আপাতত ভেন্টিলেশন সাপোর্টে আছেন তিনি।সোমবার সকালের বুলেটিনে দিল্লি ক্যান্টনমেন্টের সেনার রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তবে প্রণববাবুর গুরুত্বপূর্ণ শারীরিক মাপকাঠি আপাতত স্থিতিশীল আছে। তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পর্যবেক্ষণে রাখছে।যদিও রবিবার সকালে প্রণববাবুর ছেলে জানিয়েছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থা আগের থেকে তুলনামূলকভাবে ভালো। টুইটারে তিনি বলেছিলেন, ‘গতকাল (শনিবার) আমার বাবার কাছে হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদ এবং আপনাদের শুভ কামনায় আগের কয়েকদিনের তুলনায় উনি অনেকটাই ভালো আছেন। ওঁনার সব গুরুত্বপূর্ণ (শারীরিক) মাপকাঠি স্থিতিশীল আছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, উনি খুব শীঘ্রই আমাদের মধ্যে ফিরে আসবেন।’ সেই টুইটে উদ্বেগ কিছুটা কেটেছিল। কিন্তু সোমবারের সকালে মেডিক্যাল বুলেটিনে আবারও সেই উদ্বেগ বাড়ল।