এতদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ তুলত বিজেপি। তবে এবার সেই নিশানাটা বিজেপির দিকে ঘুরিয়ে দিলেন খোদ রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার সেই পরিবারবাদ নিয়ে মোদী সরকারকেই একহাত নিলেন। এবার তিনি একাধিক মন্ত্রীর কথা উল্লেখ করে জানিয়ে দেন যে একাধিক মন্ত্রী এখানে রয়েছেন যারা রাজনৈতিক পরিবার থেকে এসেছেন।
এক্স হ্যান্ডেলে হিন্দিতে একটা পোস্ট করেছেন রাহুল। সেখানে তিনি লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে লড়াই, সেবা, আত্মত্যাগের ধারাবাহিকতাকে যারা পরিবারবাদ বলেন তারাই এবার ক্ষমতা বন্টন করলেন তাঁদের সরকারি পরিবারের কাছেই। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, কথা আর কাজের মধ্যে যে ফারাক সেটাকেই বলে নরেন্দ্র মোদী।
এরপরই তিনি কয়েকজনের নাম উল্লেখ করেছেন সেই পোস্টে। সেখানে এইচডি কুমারস্বামী, যিনি দেবেগৌড়ার পুত্র, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধব রাও সিন্ধিয়ার পুত্র, কিরেন রিজিজু যিনি অরুণাচলের প্রথম প্রোটেম স্পিকার রিনচিন খারুর পুত্র, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী একনাথ খাদসের বৌমা রক্ষা খাদসে, জয়ন্ত চৌধুরী, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের নাতি, চিরাগ পাসোয়ান- রাম বিলাস পাসোয়ানের পুত্র, জেপি নড্ডা- প্রাক্তন এমপি জয়শ্রী ব্যানার্জির জামাই।
এখানেই শেষ নয়। তিনি একের পর এক মন্ত্রীর নাম উল্লেখ করেছেন যাঁদের পরিবার আগেই মন্ত্রী বা এমপি ছিলেন। রাম নাথ ঠাকুর- বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী কর্পূরি ঠাকুরের পুত্র, রাম মোহন নাইডু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তেরেন নাইডুর ছেলে, জিতিন প্রসাদ প্রাক্তন এমপি জিতেন্দ্র প্রসাদের পুত্র…এরকই প্রচুর নাম যুক্ত করেছেন রাহুল গান্ধী।
এদিকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভোটের প্রচার জুড়ে বার বার দাবি করেছেন যে কংগ্রেস পরিবারবাদে বিশ্বাসী। তাদের দল পরিবারবাদের উপর ভিত্তি করে তৈরি। এমনকী এনিয়ে রাহুল গান্ধীকে বার বার আক্রমণ করেছেন তিনি। এবার রাহুল গান্ধী পালটা সেই পরিবারবাদ ইস্যুতে মোদীকে একহাত নিলেন। রাহুল গান্ধী একেবারে নাম ধরে ধরে জানিয়ে দেন যে কারা কারা মন্ত্রী হয়েছেন। তাঁদের পরিবারের লোকজন একটা সময় মন্ত্রী বা এমপি ছিলেন।
তীব্র খোঁচা দিয়ে রাহুল লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে লড়াই, সেবা, আত্মত্যাগের ধারাবাহিকতাকে যারা পরিবারবাদ বলেন তারাই এবার ক্ষমতা বন্টন করলেন তাঁদের সরকারি পরিবারের কাছেই। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, কথা আর কাজের মধ্যে যে ফারাক সেটাকেই বলে নরেন্দ্র মোদী।