
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মোবাইলে গেম খেলছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। সেই ছবি ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে। সূত্রের খবর, ক্যান্ডি ক্র্যাশ নামে একটি মোবাইল গেম রয়েছে। সেই গেম মুখ্য়মন্ত্রীর খুব প্রিয়। সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সেই অনলাইনে গেম খেলার ছবি। সেটা প্রকাশ্য়ে আসতেই নানা কথা উঠতে শুরু করেছে। বিজেপিও এনিয়ে খোঁচা দিয়েছে।
সেই ছবিতে দেখা গিয়েছে পাশে বসে রয়েছেন এআইসিসি জেনারেল সেক্রেটারি কুমারী শৈলজা। রাজ্যের নির্বাচনী কমিটির মিটিং হচ্ছে। আর তখন মোবাইলে গেম খেলছেন মুখ্যমন্ত্রী।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সেই ছবি তুলে এনে কটাক্ষ করেছেন। তবে বিজেপির সেই কটাক্ষের জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি রসিকতা করে জানিয়েছেন, এটা আমার খুব প্রিয় গেম। এমনকী এই গেমে আমি অত্যন্ত ভালো জায়গায় চলে গিয়েছি।
সূত্রের খবর, নির্বাচনী পরিস্থিতি নিয়ে দলের হাইকমান্ডের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স হচছিল। প্রার্থী তালিকা চূড়ান্ত করার ব্যাপারও ছিল। আর তখনই অনলাইনে গেম খেলছিলেন মুখ্যমন্ত্রী। সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল হতেই চারদিকে একেবারে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।
এনিয়ে অমিত মালব্যর খোঁচা, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বেশ চিন্তায় রয়েছেন। তিনি যত চেষ্টাই করুন না কেন আর ক্ষমতায় ফিরতে পারবেন না। সেকারণেই তিনি কংগ্রেসের প্রার্থী তালিকার প্রতি নজর না দিয়ে এখন ক্যান্ডি ক্র্যাশ খেলছেন।
রীতিমতো কটাক্ষ বিজেপির। সামনেই ভোট। তবে কি টেনশন কাটাতে অনলাইনে গেম? নাকি ফুরফুরে মেজাজে?
মুখ্যমন্ত্রীর জবাব, একটা মিটিংয়ের আগে আমি ক্য়ান্ডি ক্র্যাশ খেলছিলাম। সেই ছবি ওরা দেখিয়েছেন। বিজেপির এটা নিয়েও অভিযোগ। আসলে আমার উপস্থিতি নিয়ে ওদের সমস্যা রয়েছে। ছত্তিশগড়ের মানুষ ঠিক করবেন কে থাকবেন আর কে থাকবেন না। …ক্যান্ডিক্র্যাশ আমার প্রিয় গেম। আমি ভালো লেবেলে খেলি। এটা চলতেই থাকবে। তিনি যে গুলি ডান্ডা খেলেছেন আগে সেকথাও জানিয়েছেন।
তিনি জানিয়েছেন ছত্তিশগড়ের কাকে আশীর্বাদ করতে হবে সেটা এখানকার মানুষ জানেন।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, ক্যান্ডি ক্র্যাশ খেলা কি অপরাধ নাকি? আমি টেনশন নিই না। ক্যান্ডি ক্র্যাশ খেলি। ডিনারের পরে রোজ ক্যান্ডি ক্র্যাশ খেলি। সেদিন মিটিংয়ের আগে খেলছিলাম। মিটিং শুরু হতেই তা বন্ধ করে দিই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports