বুধবার বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) জঙ্গিদের হাইজ্যাক করা একটি ট্রেনের ভেতরে সামনাসামনি হামলা থেকে বিরত থাকে পাকিস্তানি বাহিনী। কর্তৃপক্ষের প্রচেষ্টা সত্ত্বেও ২৫০ জন যাত্রী এখনও পণবন্দি রয়েছেন।
পাকিস্তানের জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী জিও টিভিকে বলেছেন, ট্রেনের দূরবর্তী অবস্থান এবং পণবন্দিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নিরাপত্তা অভিযান জটিল ছিল। জঙ্গিরা বিস্ফোরক বোঝাই জামা পরে যাত্রীদের পাশেই বসে আছে।
মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বোলানে একটি সুড়ঙ্গে ট্রেনটি লাইনচ্যুত করে বিএলএ। বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালোচ পণবন্দি যাত্রীদের বিনিময়ে জেলবন্দি জঙ্গিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কাছে।
মঙ্গলবার ৩০ জন জঙ্গি নিহত হয় এবং ৪৫০ জনের মধ্যে প্রায় ১৯০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। দুর্গম ওই অঞ্চলে পাকিস্তানি বাহিনীকে ব্যাকিং করছে হেলিকপ্টার। উদ্ধার হওয়া যাত্রীদের নিজ নিজ শহরে পাঠানো হচ্ছে এবং আহতদের মাচ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য় পাঠানো হচ্ছে।
পাকিস্তানে ট্রেন ছিনতাই: যাত্রীদের পাশে বসে জঙ্গিরা?
ট্রেনে থাকা মহম্মদ আশরাফ বলেন, হামলায় ট্রেনের চালকসহ কয়েকজন যাত্রী নিহত হয়েছেন।