
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বিশ্ব জুড়ে ঝড় তুলে দিয়েছে চিনের এআই সংস্থা ডিপসিক। ভারতেও এই ঝড়ের রেশ এসে পৌঁছেছে। খুব সবজে বলতে গেলে, চ্যাট জিপিটির সমান বা হয়তো তার থেকেও বেশি। তবে, খরচ কম, লোকবলও কম। লিয়াং ওয়েফেং-র সংস্থা ডিপসিকের এই ঝোড়ো দাপটের মাঝেই প্রশ্ন উঠছে, চিনের এই এআই প্ল্যাটফর্ম কি ডেটা প্রাইভেসি বা ডেটার সুরক্ষা নিয়ে নয়া উদ্বেগ তৈরি করতে পারে? এই সমস্যার সমাধানের রাস্তা নিয়ে মুখ খুললেন দেশের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
দেশের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,' এটা ওপেন সোর্স মডেল। যেমন LLama, সেটিও ওপেন সোর্স। এটাও ভারতীয় সার্ভারগুলি দিয়ে হোস্ট করা যাবে। ডিপ সিককে নিয়ে ডেটা প্রাইভেসি ইস্যু যেগুলি আছে, তা মোকাবিলা করা যাবে, ভারতীয় সার্ভারগুলিতে ওপেন সোর্স মডেল হোস্ট করে।' তিনি জোর দিচ্ছেন ‘মডেল অপটিমাইজেশন’র ওপর। তিনি বলছেন, এআই উদ্যোগ উন্মুক্ত থাকা দরকার।
প্রসঙ্গত, এআই-র দুনিয়ায় ভারতও বেশ তাৎপর্যবাহী বিনিয়োগ করছে। এক্ষেত্রে বড় নাম,'ইন্ডিয়া এআই কম্পিউট ফেসিলিটি'। ভারতীয় প্রয়োজনীয়তা বুঝে বিপুল সংখ্যক এআই মডেল তৈরি করতে এটি ১৮,৬৯৩ জিপিইউ-র সমর্থন পাচ্ছে। তারমধ্যে ১৫০০০ জিপিইউ হল হাইএন্ড। মন্ত্রীর কথায়, ‘ডিপসিক এআই ২ হাজার জিপিইউ-র মাধ্যমে প্রশিক্ষিত। চ্যাট জিপিটি প্রশিক্ষিত ২৫ হাজার জিপিইউ-র মাধ্যমে। ইতিমধ্যেই ১৫ হাজার হাই এন্ড জিপিইউ রয়েছে আমাদের।’ তিনি আশার বার্তা সঙ্গে নিয়েই বলেন,' ৬ মেজর ডেভেলপার এর উপরে কাজ করছে। আগামী ৪-৬ মাসের মধ্যেই এই মডেল তৈরি হয়ে যাওয়ার কথা। যদিও এআই মডেল লঞ্চের জন্য ৮-১০ মাস লাগবে।'
এদিকে, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের জগতে মার্কিনি আধিপত্যে কার্যত চিন থাবা বসিয়ে দিয়েছে ময়দানে ডিপসিককে রেখে। বহু রিপোর্ট বলছে, একাধিক মাপকাঠিতে ওপেন এআইয়ের ‘ওয়ান১’ মডেলকে ডিপসিক-আর১ নামে একটি ওপেন-সোর্স রিজনিং মডেল গুনে গুনে গোল দিচ্ছে বলে খবর! সদ্য। নিজেদের ফ্ল্যাগশিপ এআই মডেলের উন্নততর ভার্সন চালু করেছে বাইটডান্স। বিশেষত সেই লড়াইয়ের ক্ষেত্রে ডিপসিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়াও রিপোর্টের দাবি, ডিপসিকের ভরসার জায়গা ছিল এ-১০০ চিপ। যা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের এমন প্রোগ্রাম তৈরিতে কাজে লাগে। মার্কিন সংস্থা এনভিডিয়ার এ-১০০ চিপ এগুলি। তবে মার্কিন-চিন বিবাদের জেরে তার প্রবাহ স্তব্ধ হয়। তবে ডিপসিক কর্তা লিয়াং ওয়েনফেং, প্রচুর এ-১০০ চিপ জড়ো করে রেখেছিলেন, বলে খবর। তাই দিয়েই কামাল করে দিয়েছেন লিয়াং। এমনই দাবি রিপোর্টের।
৳7,777 IPL 2025 Sports Bonus