দ্রুতগতিতে চলা যাত্রীবাহী বাসের টায়ার ফেটে ভয়াবহ বিপত্তি। টায়ার ফাটার পরে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাসটি। সজোরে গিয়ে একটি ট্রাককে ধাক্কা মারে। হাওড়ার পাঁচলার ঘটনা। একেবারে দুমড়ে মুচড়ে যায় বাসটি। দুর্ঘটনা স্থলেই তিনজন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। পরে অপর একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৫। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা জানিয়েছেন।অন্তত ১৭জন গুরুতর জখম হয়েছেন। তাদের গাববেড়িয়া, উলুবেড়িয়া ও কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় বাস চালক, লরিচালক ও এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। জখমদের মধ্যে একাধিক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনের মাথায় চোট লেগেছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের করুণাময়ী থেকে হাওড়ার আমতার দিকে যাচ্ছিল বাসটি। পথে পাঁচলার কাছে ভয়াবহ দুর্ঘটনা। সন্ধ্যা ৬টা নাগাদ প্রচন্ড শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে নামেন। স্থানীয়রা জানিয়েছেন পাঁচলার ধুলোরবাঁধ এলাকায় বাসের চাকাটি ফেটে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা দেয় একটি চলন্ত ট্রাককে।বাসটিতে অন্তত ৮০জনের বেশি যাত্রী ছিল। বাসের ডানদিকের অংশটি মূল কাঠামো ছেড়ে বেরিয়ে গিয়েছেবাসিন্দারা জানিয়েছেন, অত্যন্ত বেপরোয়াভাবে আসছিল বাসটি। রাস্তায় ওভারটেকও করছিল বারে বারে। সেই সময় দুটি গাড়িতে ওভারটেক করে কিছুটা এগোনর পরেই বাসের টায়ার ফেটে যায়। কিন্তু দ্রুতগতিতে যাওয়ার জন্য বাসটি আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। লরির সঙ্গে একেবারে মুখোমুখি ধাক্কা লাগে। এদিকে দুর্ঘটনার পরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ এসে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।