World consumer rights day 2023: দোকানদার বেমালুম ঠকিয়েছে? বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করতে পারেন, কীভাবে করবেন Updated: 15 Mar 2023, 10:14 AM IST Sanket Dhar World consumer rights day 2023: প্রতি বছর ১৫ মার্চ পালন করা হয় বিশ্ব ক্রেতা অধিকার দিবস। এই দিন ক্রেতাদের অধিকার সম্পর্কে সচেতন করার দিন। কখনও কেনাকাটা করে ঠকলে কীভাবে কোথায় মামলা করতে হবে? রইল বিস্তারিত হদিশ।