গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে বিতর্কিত মন্তব্য ইজরায়েলের পরিচালক এবং উৎসবের জুরি নাদাভ লাপিডের। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত। বিবেক আগ্নিহোত্রী পরিচালিত এই ছবিকে নাদাভ ‘অশ্লীল' এবং ‘প্রোপাগান্ডা’ ছবি বলে মন্তব্য করেছেন।
যদিও কান চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার জয়ী খ্যাতনামা ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিডের এই মন্তব্যের সরাসরি কোনও জবাব দেননি বিবেক। তবে মঙ্গলবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক নেটমাধ্যমের পাতায় একটি রহস্যে মোড়া পোস্ট করেছেন। টুইটে তিনি লিখেছেন, 'সত্যিটা সবচেয়ে বিপজ্জনক জিনিস' কারণ এটি 'মানুষকে মিথ্যে বলতে' পারে।
আরও পড়ুন: আরবাজকে কবে বিয়ে করছেন? সম্পর্ক নিয়ে কী বলছেন ২০ বছরের ছোট জর্জিয়া
ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিডে IFFI ২০২২-এর সমাপতনী উৎসবে এসে মন্তব্য করেছেন, ‘আমরা সাতটি ছবি দেখেছি ডেবিউ কম্পিটিশনে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগে ১৫টি ছবি দেখেছি— যা এই ফেস্টিভ্যালের মূল আকর্ষণ। ১৫টির মধ্যে ১৪টি ছবির মধ্যে সিনেম্যাটিক কোয়ালিটি ছিল, ত্রুটিও ছিল এবং তা নিয়ে একটা গঠনমূলক আলোচনাও হয়েছে’।