
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সোশ্যাল মিডিয়ায় হামেশাই রোজ কত মানুষ কত কিছু পোস্ট করে। তার মধ্যে কখনও কিছু কিছু ভাইরাল হয়। কিছু ভালো বার্তা দেয়, কিছু আবার কটাক্ষের শিকার হয়। এদিন তেমন ভাবেই এই ভিডিয়োটিও সকলের নজর কেড়ে নেয়। আর হবে নাই বা কেন, দাদু হাসপাতালে ভর্তি, তাঁকে দেখতে যাওয়ার আগে নাতনি কিনা গেট রেডি উইথ মি ভিডিয়ো পোস্ট করছেন! কী ঘটেছে বিষয়টা?
ভিডিয়োতে দেখা যাচ্ছে মেয়েটি জানাচ্ছে তাঁর দাদু খুবই অসুস্থ। হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তাঁর শেষ অবস্থা। বেশিদিন হাতে সময় নেই। খুবই বাড়াবাড়ি অবস্থা। তাই প্রথম সে দেখতে যাবে না বলে স্থির করলেও, পরে ভাবে শেষবারের মতো দেখতে যাবে দাদুকে। আর তাই হাসপাতালে যাওয়ার আগে সে কীভাবে তৈরি হয়েছে সেটাই এই ভিডিয়োতে দেখাবে।
আরও পড়ুন: না ফেরার দেশে ‘আত্মারাম’, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর চলে গেলেন উদয়শঙ্কর পাল
আরও পড়ুন: তন্ময় - রথিজিৎ - ইন্দ্রদীপদের কঠিন নজরদারিতে চলছে গ্র্যান্ড অডিশন, কবে থেকে আসছে সারেগামাপা?
এরপর সেই ভিডিয়োতে দেখা যায় মেয়েটি একটি পেয়াঁজি রঙের আনারকলি পরছে। সঙ্গে ম্যাচিং কানের। টিপ। এবং অবশ্যই মেকআপ। আর সাজতে সাজতেই জানায় এই দাদু তার নিজের দাদু নয়। বরং আগে একসঙ্গে ভাড়া থাকত তারা। তিনি ওকে খুবই স্নেহ করতেন। এমনকি মজা করে বিয়ে করবেন বলতেন। অতীতের স্মৃতি মনে করতে করতেই তিনি তৈরি হয়ে যান। আর এই ভিডিয়ো পোস্ট করার পরই নিমেষে সেটা ভাইরাল হয়ে যায়। আগুনের গতিতে ছড়াতে থাকে সেই ভিডিয়ো।
আরও পড়ুন: জটিলতা কাটিয়ে কাছাকাছি আবির - পেখম! শৈশবের আতঙ্ক ভুলে বরকে চুমু নায়িকার, এবার?
আরও পড়ুন: 'বিজেপির কালচার...' প্রথম ভোট - পরীক্ষায় রেগে অগ্নিশর্মা রচনা, কেন? গোটা দিন কাটালেন কীভাবে?
ইতিমধ্যেই মূল ভিডিয়ো দশ লাখের বেশি ভিউজ পেয়েছে। শেয়ার হয়েছে কয়েক হাজার বার। অনেকেই ভারী মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে। কেউ আবার এই প্রজন্মের এই অবস্থা দেখে ভারী হতাশ। এক ব্যক্তি লেখেন, 'হাসপাতালে দাদুকে দেখতে যাওয়া নয়, দাদুকে সুস্থ রাখোর জন্য যমরাজকে পটাতে যাওয়া।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'ভাই তুইও অসুস্থ। তুই আগে সুস্থ হ। দাদুর থেকেও তোর অবস্থা খারাপ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কয়েকদিন পর মেয়েটি নিজের টাকায় বাড়ি বানাবে গাইজ।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আরেকটু সাজতে হতো! হসপিটালের জন্য এটা একদমই পারফেক্ট নয়। মেকআপটা আরও গর্জিয়াস হলে ভালো লাগবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports