বঁধুয়া ধারাবাহিকে নতুন মোড় আসতে চলেছে। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে কাছাকাছি আসছে আবির এবং পেখম। তাঁদের জীবন এবার কোনদিকে ঘুরবে? স্টার জলসার এই ধারাবাহিকের নতুন চমকের প্রোমো প্রকাশ্যে আনল চ্যানেল।
আরও পড়ুন: তন্ময় - রথিজিৎ - ইন্দ্রদীপদের কঠিন নজরদারিতে চলছে গ্র্যান্ড অডিশন, কবে থেকে আসছে সা রে গা মা পা?
বঁধুয়া ধারাবাহিকের নতুন প্রোমো
স্টার জলসার তরফে বঁধুয়া ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আবির এবং পেখম আলাদা আছে। আবির অফিস যাবে। তার আগে সমস্তটা গুছিয়ে দেয় পেখম। তারপর আড়াল দিয়ে বরকে দেখে। তারপর কী ভেবে সাহস করে এগিয়ে এসে জাপটে ধরে আবিরকে চুমু খেয়েই সে পালিয়ে যায়। আর গোটা ঘটনাটা এতটাই আচম্বিতে ঘটে যে প্রথমে হতবাক হয়ে যায় আবির। পরে সামলে উঠে আনন্দে লাফিয়ে ওঠে সে। এখান থেকেই কি তবে তাঁদের সম্পর্কে নতুন মোড় আসবে? উত্তর সময় দেবে।
আরও পড়ুন: সেই এক সাজ, একই ধরনের পোশাক, অভিব্যক্তি... 'আম্মা' সুচিত্রাকে বিশেষ শ্রদ্ধা রাইমার, কী বলছে নেটপাড়া
বঁধুয়া প্রসঙ্গে
বঁধুয়া ধারাবাহিকে দেখানো হচ্ছে পেখমকে ছোটবেলায় তাঁর এক আত্মীয় শারীরিক নিগ্রহ করে। সে আতঙ্ক তাকে এখনও তাড়া করে বেড়ায়। সেটা লুকিয়েই তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই আবিরকে কাছে আসতে দিত না সে। পরে বরকে সবটা জানায়। আর সব শুনে স্ত্রীকে ভুল না বুঝে তার পাশে ঢাল হয়ে দাঁড়ায় আবির। পরিবারের বিরুদ্ধে গিয়ে পর্যন্ত শুরু করে স্ত্রীকে ন্যায় পাইয়ে দেওয়ার লড়াই। অন্যদিকে যে পেখমের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছিল তার সঙ্গে আবার আবিরের দিদির বিয়ে হয়। সবটা নিয়েই জটিল পরিস্থিতি। আর এর মধ্যেই আবির পেখমের সম্পর্ক নতুন দিকে ঘুরল।
এই ধারাবাহিক রোজ স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়। রোজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দেখা যায় এই মেগা। মুখ্য ভূমিকায় আছেন রেজওয়ান রব্বানি শেখ এবং জ্যোতির্ময়ী কুণ্ডু।