
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউডের ফের এক জুটি বসতে চলেছে বিয়ের পিঁড়িতে। তারিখ, সময়, বিয়ের জায়গা সব ফিক্সড! এখন শুধু সাত পাকে ঘোরার অপেক্ষা! চলতি বছরের ডিসেম্বরেই বিয়ে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের। এতদিন হাওয়ায় উড়ে সে খবর পৌঁছে গিয়েছিল প্রায় সকলের কাছেই। এবার সামনে এল বিয়ের তারিখ ও বিয়ের জায়গা।
ETtimes-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ডিসেম্বরের ৭-৯ হবে তারকা জুটির বিয়ের অনুষ্ঠান। প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস-র মতো ভিকি আর ক্যাটও বিয়ে করবেন ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার।। রনথাম্বোর ন্যাশনাল পার্ক থেকে মাত্র ৩০ মিনিট দূরে ফোর্ট বারওয়ারা-তে হবে সমস্ত অনুষ্ঠান। বর্তমানে এই ফোর্ট একটি বিলাসবহুল রিসর্টে রূপ পেয়েছে। আর এখানেই বসবে বলিউডের অন্য়তম চর্চিত বিয়ের উৎসব।
'কফি উইথ করন’-এ প্রথম ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে আলোচনা শুরু হয়। এখানেই ক্যাটকে ভালোলাগার কথা বলেন ভিকি। আর তারপর তাঁদেরকে একসাথে বলিউডের নানা ইভেন্টে দেখা যেতে শুরু করে।
যদিও নিজেদের সম্পর্কে শিলমোহর দেননি কেউই। তবে একসাথে দেখা যায় দু'জনকে। সে নিউ ইয়ার পার্টি হোক বা ইভেন্ট শো। সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘বিয়ের আগে পর্যন্ত সিঙ্গেল’! তবে, সকলকে চমকে দিয়েই কিছুদিন আগে ভিকি জানিয়েছিলেন তিনি জলদি বাগদান সারবেন।
শোনা যাচ্ছে, ক্যাটরিনার বিয়ের পোশক ডিজাইন করছেন সব্যসাচী চৌধুরী। ভারী কাজের লেহেঙ্গায় সাজবেন সলমনের প্রাক্তন প্রেমিকা। লেহেঙ্গার কাপড়ও পছন্দ করা হয়ে গিয়েছে। এখন চলছে শেষ পর্যায়ের কাজ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports