এমনিতে তিনি বাধ্য মেয়ে। পরিচালকের কথা শোনেন, কাজ করেন মন দিয়ে। অনিয়ম করে ফেলেছেন একটা দিন। ব্যস, তাতেই ছাড় পেলেন জাহ্নবী কাপুর। বনি কাপুর এবং শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা।পোল্যান্ডে 'বাওয়াল'-এর শ্যুট করছেন জাহ্নবী এবং বরুণ ধবন। এক দিন কাজে বেরতে সামান্য দেরি হয় নায়িকার। নায়ক, পরিচালক-সহ ইউনিটের সকলে অপেক্ষা করছিলেন তাঁর জন্য। কোনও রকম তৈরি হয়ে জাহ্নবী বেরতেই শুরু রসিকতা! ঠাট্টা করেই তাঁকে ধমক দিলেন বরুণ! বললেন, 'এটা খুব খারাপ! জাহ্নবী এগুলো কী হচ্ছে?' পুরো টিমের কাছে ক্ষমা চেয়ে সামান্য হাসলেন শ্রীদেবী-কন্যা। বাদ পড়লেন না পরিচালক নিতেশ তিওয়ারিও। বরুণের খুনসুটিতে সামিল তিনিও। জাহ্নবীর সাফাই, 'আর এ রকম হবে না স্যর, শুধু আজকের দিনটাই!'এর পরেই আর কথা না বাড়িয়ে তড়িঘড়ি গাড়িতে উঠে পড়লেন ছবির নায়িকা। এই পুরো ঘটনাটিকে ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বরুণ।এই প্রথম নয়। শ্যুটে নানা মজার মুহূর্তকে এ ভাবেই লেন্সবন্দি করেছেন অভিনেতা। দিন কয়েক আগেই 'ফ্রেন্ডস' সিটকমের বিখ্যাত চরিত্র জ্যানিসের হুবহু অনুকরণ করেছিলেন জাহ্নবী। তাঁর সেই প্রতিভা জনসমক্ষে এনেছিলেন ডেভিড-পুত্র।'বাওয়াল'-এ প্রথম বার জুটি বাঁধতে চলেছেন জাহ্নবী-বরুণ। বাস্তবের এই বন্ধুত্বের ছাপ থাকবে পর্দায়। এমনই আশা তাঁদের অনুরাগীদের।