বাংলা নিউজ > বায়োস্কোপ > ৫টি দেশ ১০টি শহর ঘুরে ‘বাওয়াল’ করলেন বরুণ-জাহ্নবী! ফাটিয়ে মজা করলেন বিদেশে
'বাওয়াল' ছবিতে জুটিতে দেখা মিলবে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত বহুল প্রতীক্ষিত এই ছবি। সদ্য শেষ হল ছবির শ্যুটিং। নেটমাধ্যমে বাওয়াল টিমের সঙ্গে ভিডিয়ো শেয়ার করে সেই খবরই দিলেন ছবির হিরো বরুণ।
নিতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘বাওয়াল’। ছবির দুর্দান্ত তারকা কাস্ট। পাঁচটি দেশের মোট দশটি শহরে হয়েছে ছবির শ্যুটিং। প্যারিস, বার্লিন, পোল্যান্ড, আমস্টারডাম সহ একাধিক শহরে ছবির জন্য শ্যুটিং করেছে টিম। শ্যুটিং শেষ করে এবার দেশে ফেরার পালা।
আরও পড়ুন: KBC 14: প্রশ্ন শোনার আগেই খুঁটিয়ে দেখলেন আমির, ‘পারফেকশন’ দেখে মুগ্ধ অমিতাভ