ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্সের জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়েছে বি-টাউনে। বচ্চন পরিবারের সঙ্গে রাই সুন্দরীর দূরত্ব কারুর নজর এড়ায়নি গত মাস কয়েকে। কিন্তু নিমরিত কৌরের সঙ্গে অভিষেকের প্রেম সম্পর্কের গুঞ্জনে হতবাক হন অনেকেই। কারণ এতদিন শোনা যেত, শাশুড়ি-ননদের সঙ্গে বনিবনা না হওয়র জেরেই মেয়েকে নিয়ে জলসা ছেড়েছেন অ্য়াশ। সম্প্রতি মুম্বইয়ের একটি বিয়েতে একসঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বর্য ও অভিষেক বচ্চন। বিয়ে বাড়ির বেশকিছু অদেখা ছবি এবার প্রকাশ্যে। যা দেখে ঐশ্বর্য-অভিষেক জুটির হেটার্সরা বেশ কষ্ট পাবেন। আরও পড়ুন-মায়ের কাঁধ ছুঁয়েছে আরাধ্যা! সৌন্দর্যেও টেক্কা, মেয়ের পড়াশোনার জন্য মাসে কত খরচ ঐশ্বর্যর?
বিয়েবাড়িতে পৌঁছেছিলেন হৃতিক রোশন, সাবা আজাদ-সহ কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং হকি কিংবদন্তি ধনরাজ পিল্লাইও।
অভিষেকের বাহুলগ্না বউ ঐশ্বর্য
কালো পোশাকে রং মিলান্তি চোখে পড়েছে মিয়াঁ-বিবির। ঐশ্বর্যর পরনে ছিল সালোয়ার স্যুট, আর অভিষেককে দেখা গেল বন্ধগলা ও ট্রাউজারে। বরের বুক ঘেঁষে দাড়িয়ে হাসিমুখে ছবি তুললেন নীল নয়না। ডিভোর্স জল্পনায় বিচলিত নন তাঁরা।
হৃতিক রোশনের পরনে ছিল ব্লেজার ও কালো টি-শার্ট। মাথায় টুপি। সাবা আজাদও বেছে নিয়েছেন কালো সাবেকি পোশাক। আজকাল যে কোনও ফ্যামিলি ফাংশন হোক বা পার্টি সর্বদা হৃতিকের পাশে তাঁর ১৭ বছরের ছোট প্রেমিকা। এখন দেখার নিজেদের সম্পর্ককে কবে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যান দুজনে।
চিকিৎসক ভুজং পাই এবং সমাজসেবী সঙ্গীতা পাইয়ের একমাত্র কন্য়া শ্বেতা পাইয়ের বিয়ের গ্র্যান্ড আসরে সামিল হয়েছিলেন এই বলি সেলেবরা। বাদল ঠাকুরালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্বেতা। তাঁদের বিয়েতে পৌঁছেছিলেন
জিতেন্দ্র, একতা কাপুর থেকে আদিত্য রায় কাপুর, বিদ্যা বালানও। সবুজ শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে অত্যাশ্চর্য দেখাচ্ছিল সিদ্ধার্থের পরিনীতাকে। রাজেশ রোশনও এই উৎসবের অংশ ছিলেন।
গত মাসে আরাধ্যার ১৩ তম জন্মদিন জাঁক করে সেলিব্রেট করেন ঐশ্বর্য। নায়িকার শেয়ার করা ছবিতে দেখা মেলেনি অভিষেকের। যা দেখে অসন্তুষ্ট হন ভক্তরা। পরে অবশ্য সত্যিটা সামনে আসে। দেখা যায়, বচ্চন পরিবারের বাকিরা না থাকলেও মেয়ের জন্মদিনে পাশে ছিলেন অভিষেক।