টলিউডে দীর্ঘ সময় কাজ না পেয়ে, বাড়িতে বসে আছেন, কদিন আগেই এমন অভিযোগ করেছিলেন এই অভিনেতা-ব্লগার। বর্তমানে ইউটিউবার, ভ্লগারদের সঙ্গেই নিত্য ওঠাবসা। এমনকী, এই টলি নায়কের বাড়ির লোকেরাও সমানভাবে জনপ্রিয়। তবে দীর্ঘ ১ বছর ছোট পর্দা থেকে দূরে থাকলেও, এবার সময় হয়েছে ঘর ওয়াপসির। তিনি আর কেউ নন, সোশ্যাল মিডিয়ায় চেনা মুখ সায়ক চক্রবর্তী। যিনি একময় ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’-তে ‘কৃষ্ণ’র চরিত্রে কাজ করেছিলেন।
স্টার জলসায় আসছে নতুন মেগা চিরসখা। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস। আর তাতেই পার্শ্বচরিত্রে থাকবেন সায়ক। ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। দিনকয়েকের ভিতরে চলে আসার কথা প্রোমোও। এটির পরিচালনা করছে লীনা গঙ্গোপাধ্যায়। টিভিতে সায়কের শেষ কাজ ছিল ‘মঙ্গলময়ী মা শীতলা’।
আরও পড়ুন: ‘কলকাতার মানুষ কৃপণ’ শুনে রেগে গেলেন বাংলাদেশের অভিনেতা অপূর্ব! জবাব নিজের দেশের সাংবাদিককে
অসমবয়সি প্রেমকেই ফোকাস করা হচ্ছে চিরসখা ধারাবাহিকে। সুদীপকে এর আগে ‘রোশনাই’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। অপরাজিতা ঘোষ দাস বেশ অনেক বছর পর ছোট পর্দাতে কাজ করবেন। এখানে বলে রাখা যাক, বিধায়ক লাভলী মৈত্রও এই ধারাবাহিক দিয়ে ফিরছেন বহুদিন পর। শেষ কাজ ছিল গুড্ডি। রাজনীতির কাজের জন্যই এতদিন নিজেকে দূরে রেখেছিলেন ক্যামেরা থেকে।
চিরসখা-র স্টারকাস্টে আরও রয়েছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, রেশমি সেন, চন্দন সেন, ঐশী, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি, মালবিকা সেন।
আরও পড়ুন: ১০ দিনে ৯ কোটি! দেব-গর্জনে থরহরি কম্প বক্স অফিস, গতি বাড়ল সন্তানের, কার আয় কত
সায়ক আইই বাংলাকে জানালেন, ‘অনেক কলই পেয়েছিলাম। কিন্তু চরিত্রগুলো খুব এনটা পছন্দ হচ্ছিল না। সেই জন্য ভ্লগিংটাই করছিলাম। কিন্তু তাতে তো আর অভিনয়ের তৃপ্তি নেই। লীনাদি সুযোগ দেওয়ায় আবারও চেনা ছন্দে ফিরতে পারলাম।’ রীতিমতো তিন রাউন্ড অডিশন দিয়েই সুযোগ পেয়েছেন বলে জানালেন সায়ক। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল 'বউ কথা কও' ধারাবাহিকে শিশু শিল্পী হিসেবে কাজ করে।
আরও পড়ুন: হাত ছেড়েছেন শাহরুখ খান, ধরলেন এসে শাহিদ! সুজয় ঘোষের পরের ছবির নায়ক কি তিনিই
তবে চরিত্রটা কেমন, তা খোলসা করেননি সায়ক এখনই। একটু রহস্য রেখেই জবাব দিলেন, ‘পার্শ্বচরিত্র, ভীষণই প্রমিন্যান্ট। বাস্তবে আমি যেমন চরিত্রটাও সেইরকম। বাকিটা দর্শক দেখবে।’ এখনও এই নিয়ে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্টও করেননি সায়ক।