খবর ছিল কদিন আগেই। রাতারাতি বদলে যাচ্ছেন স্টার জলসার চিনি সিরিয়ালের নায়িকা। কদিন আগেই এমনটা হয়েছে লাভ বিয়ে আজকাল সিরিয়ালে নায়িকা চরিত্রে থাকা মৌমিতা সরকারকে রিপ্লেস করে দেওয়া হয়। সেই জায়গায় আসেন তৃণা সাহা। আর এবার একই ঘটনা ঘটল চিনি-র ক্ষেত্রেও। ‘খেলনা বাড়ি’র গুগলি অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য বাদ পড়লেন মাঝ পথেই। আর তার জায়গায় এলেন ‘রানু পেল লটারি’ খ্যাত বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়।
সামনে এল প্রোমো। দেখা যাচ্ছে ঠাকুর মন্দিরে বসে গাইছে চিনি। আর সেইসময়তেই সেখানে হাজির হয় ঠাম্মি। চিৎকার করে বাধা দেয়। চলে আসে অপলা। চিৎকার করে বলে, ‘ও ঠাকুরের সামনে আশীর্বাদ কেন চাইছে ঠাম্মি।’ তারপর চিনির হাত চেপে ধরে বলে, ‘তুমি দ্রোণকে আমার থেকে কেড়ে নিতে চাইছ’। আর তখনই সেখানে আসে দ্রোণ ওরফে সোমরাজ মাইতি।
আরও পড়ুন: রোম্যান্টিক দৃশ্যের শ্যুটে বেজায় চোট পেলেন ‘কথা’ সুস্মিতা, কী এমন হয়েছিল সেদিন
বলে ওঠে, ‘হাতটা ছাড়ুন। আপনি এত সুন্দর গান গাইছিলেন, আর আপনার মনটা এতটা হিংস্র।’ যাতে বাধা দিয়ে চিনি বলে ওঠে, ‘গান আমি গাইছিলাম ছোট ঠাকুর’। এখন দেখার কার সঙ্গে বিয়ে হয় দ্রোণের।
আরও পড়ুন: হিরে ব্যবসায়ী ভরতের সঙ্গে ডিভোর্স এষার, দ্বিতীয় কন্যা সন্তানই বিচ্ছেদের কারণ?
নেটপাড়া একেবারেই খুশি নয় চিনি-র নতুন প্রোমো দেখে। একজন কমেন্টে লিখলেন, ‘ইন্দ্রাণীর গলাটা খুব সুন্দর ছিল। একে একদম মানাচ্ছে না। আর দেখব না চিনি।’ আরেকজন লিখলেন, ‘আগের চিনি ভালো ছিল। এই নতুনটা ভালো লাগছে না একদম। দেখার ইচ্ছে থাকবে না তেমন।’ তবে বিজয়লক্ষ্মীকে শুভেচ্ছা জানালেন অভিনেতা সায়ক। কমেন্টে লিখলেন, ‘খুব খুশি’।
আরও পড়ুন: জন্মের পর প্রথম! ইয়ালিনির বয়স ২ মাস হতেই মেয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন শুভশ্রী
‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘দ্বিরাগমন’-র মতো হিট মেগা উপহার দিয়েছেন বিজয়লক্ষ্মী। জি বাংলার রানু পেল লটারিতে ক্রুশল আহুজার বিপরীতে শেষ দেখা গিয়েছিল তাঁকে। কাজ করছেন হইচই-এর সিরিজ হ্যালো-তেও।
অনেকেরই ধারণা, কম টিআরপি-র কারণেই চিনি থেকে বাদ পড়লেন ইন্দ্রাণী। চিনি প্রযোজনা করছে মিসিং স্ক্রু প্রোডাকশন। রায়চৌধুরী বাড়ির ছেলে দ্রোণ আর তাঁদের ড্রাইভারের মেয়ে চিনির প্রেমকে ঘিরেই এগোবে মেগা। এখন দেখার কতটা টিআরপি আনতে পারেন বিজয়লক্ষ্মী।