ছাদ আলাদা হয়েছিল বহু আগেই। ডিভোর্সের মামলা চলছিল। অবশেষে আইনত বিবাহ-বিচ্ছন্ন হলেন রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ৮ এপ্রিল, শুক্রবার অবশেষে আদালত শ্রাবন্তী ও রোশনের ডিভোর্সে আইনি সিলমোহর দিল। প্রসঙ্গত, এটা ছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়ে।
এদিকে শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চত করেছেন রোশন সিং নিজেই। তিনি আনন্দবাজারকে জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন তেমনই ৮ এপ্রিল থেকে তাঁরা আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন।
এদিকে এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায়, মাসিক ৭ লাখ টাকা খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তাঁর সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং-কে কি আদৌ মাসিক ৭ লক্ষ টাকা খোরপোশ দিতে হচ্ছে অভিনেত্রীকে? এবিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন।
আরও পড়ুন-বাজছে রামের ভজন, মেনুতে গোমাংসের সিঙাড়া, মদ? বিতর্কে হৃত্বিকের অনুষ্ঠান
দীর্ঘদিন ধরেই এই সদ্য বিচ্ছন্ন দম্পতির মধ্যে আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে তাঁরা গত সেপ্টেম্বরে (২০২৪) পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষর-এর। তার জন্যই আদালত ৮ এপ্রিল দিনটি ধার্য করেছিল। তবে এতদিন এই ডিভোর্স নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।