আজ ২১ জানুয়ারি, টলিপাড়ার নব-বিবাহিত অভিনেতা সৌরভ দাসের জন্মদিন। বরের জন্মদিনে তাঁর অভিনেত্রী স্ত্রী দর্শনা বণিক শুভেচ্ছা জানাবেন না তাও কি হয়! করলেনও তাই। সোশ্যাল মিডিয়ায় সৌরভের টুকরো টুকরো কিছু অদেখা মুহূর্ত পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন দর্শনা।
সৌরভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটা কোলাজ ভিডিয়ো বানিয়েছেন তাঁর অভিনেত্রী স্ত্রী দর্শনা। ভিডিয়োর শুরুতেই নিজের বেডরুমের মধ্যে মজা করে নাচতে দেখা যাচ্ছে সৌরভকে। অভিনেতার পরনে শর্টস আর হাতকাটা গেঞ্জি, আর চোখে চশমা। আর এর ঠিক পরেই সৌরভের সঙ্গে বেড়াতে যাওয়ার নানান মুহূর্ত শেয়ার করেছেন দর্শনা। সেখানে কখনও তাঁরা একসঙ্গে আইসক্রিম খেয়েছেন, কখনও আবার লাঞ্চ কিংবা ডিনার। একসঙ্গে ওয়াইনের গ্লাসে চুমুক দিতেও দেখা গিয়েছে সৌরভ-দর্শনাকে। আবার কোনওদিন বাড়িতে বসে গিটার বাজিয়ে দর্শনাকে গানও শুনিয়েছেন সৌরভ।
সব মুহূর্তগুলিই একসঙ্গে জুড়ে বলিউডের ফিল্মি গানের সঙ্গে পোস্ট করেছেন সৌরভের নতুন বউ দর্শনা বণিক। ক্যাপশানে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা সৌরভ দাস (সঙ্গে ফুলের ইমোজি) চিরকাল সুখী এবং আর্শীবাদধন্য থাকুন (লাভ ইমোজি)নাচতে থাকুন এবং হাসতে থাকুন। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বেজেছে কিশোর কুমারের গাওয়া সেই গান ‘বাত জো হ্যায় উসমে বাত বো ইয়াহা কাহি নহি কিসি মে/ বো হ্যায় মেরি, বাস হ্যায় মেরি, শোর হ্যায় ইয়াহি গালি গালি মে’। মূল গানটি হল অমিতাভ বচ্চনের ছবির সেই বিখ্যাত ’ইন্তাহা হো গেই ইন্তাজার কি'।
আরও পড়ুন-ঋতুমতী হওয়ার পর ভাইয়ের থেকে লুকিয়ে প্যাড ফেলতে গিয়েছিলেন, সুশান্ত সেদিন বলেন…অকপট শ্বেতা
আরও পড়ুন-‘শোয়েবের একাধিক সম্পর্কে ক্লান্ত সানিয়া’, তৃতীয় বিয়ে নিয়ে কী বলছে পাক ক্রিকেটারের পরিবার?