বাংলা নিউজ > বায়োস্কোপ > Sohum Shah: পরিচালকের সঙ্গে সমস্যার কারণেই তুম্বাদ থেকে সরে যান? কী নিয়ে অশান্তি? গুজব নিয়ে মুখ খুললেন সোহম
পরবর্তী খবর
Sohum Shah: পরিচালকের সঙ্গে সমস্যার কারণেই তুম্বাদ থেকে সরে যান? কী নিয়ে অশান্তি? গুজব নিয়ে মুখ খুললেন সোহম
2 মিনিটে পড়ুন Updated: 04 Oct 2024, 10:43 AM ISTSayani Rana
'তুম্বাদ' ছবির পরিচালক রাহি অনিল বারভের সঙ্গে সোহম শাহের কেমন সম্পর্ক তা নিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেতা স্বয়ং। গুঞ্জন শোনা যাচ্ছিল যে সোহম ও রাহির মধ্যে নাকি নানা বিষয় নিয়ে মনমালিন্য হয়েছে। তাই রাহি 'তুম্বাদ ২' থেকে তাঁর সরে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন।
Ad
'তুম্বাদ'-এর পরিচালকের সঙ্গে নায়কের কী কারণে সমস্যা? মুখ খুললেন সোহম শাহ
'তুম্বাদ' ছবির পরিচালক রাহি অনিল বারভের সঙ্গে সোহম শাহের কেমন সম্পর্ক তা নিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। গুঞ্জন শোনা যাচ্ছিল যে সোহম শাহ ও রাহির মধ্যে নাকি নানা বিষয় নিয়ে মনমালিন্য হয়েছে। তাই রাহি 'তুম্বাদ ২' থেকে তাঁর সরে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবি নিয়ে মতবিরোধের জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন সোহম।
রাহির সঙ্গে সমস্যার কথা অস্বীকার করেন সোহম শাহ
রাহির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে সোহম বলেন, ‘কোনও সমস্যা নেই আমাদের মধ্যে। আমরা দীর্ঘদিন ধরে 'তুম্বাদ ২’ তৈরির চেষ্টা করছি। আমরা লেখা স্ক্রিপ্টটি নিয়ে কাজ করা হচ্ছে না। 'মনিকা ও মাই ডার্লিং', 'অন্ধাধুন'-এর লেখক যোগেশ চান্দেকর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, ওঁর সঙ্গে আমাদের কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে আমরা তা করতে চলেছি। 'গুলকান্দা টেলস', 'রক্ত ব্রহ্মণ্ড'-এর মতো মেগা শো-তে কাজ করছেন রাহি। তিনি কয়েক বছর ধরে এই বড় প্রকল্পগুলির সঙ্গে জড়িত।'
তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমাদের একটি স্ক্রিনিং হয়েছে রাহি সেখানে উপস্থিত ছিলেন। তিনিই 'বিনায়ক’-এর লুক ডিজাইন করেছিলেন। আমরা ‘তুম্বাদ ২’ বানালে ওঁকে আমাদের প্রয়োজন হবে। কিন্তু আমি এর উল্টোটাও মনে করি। যখন ওঁর আমাকে প্রয়োজন হবে, তখন আমি সব সময় ওঁর পাশে থাকব। রাহি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এমন নয় যে আমরা বন্ধু ছিলাম, তারপর একসঙ্গে কাজ করতে শুরু করেছিলাম। বরং আমরা সহকর্মী হিসাবেই দেখা করেছিলাম। তারপরে বন্ধুত্ব হয় আমাদের মধ্যে। রাহি আমাকে আরও বড় কাজ করার জন্য চাপ দিতে থাকেন। রাহি চান আমি আলফা পুরুষদের চরিত্রে অভিনয় করি। রাহি আমার উপর আস্থা রেখেছেন। আমদের মধ্যে কোনও সমস্যা নেই, আমরা ভালো আছি।’
'তুম্বাড ২' থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছিলেন রাহি। টুইটারে একটি লম্বা লেখাও শেয়ার করেছিলেন। তিনি সোহমকে শুভেচ্ছা জানিয়ে তাঁর পোস্ট শেষ করেছিলেন। পরিচালক লিখেছিলেন, ‘আমি সোহম এবং আদেশকে তুম্বাদ ২’-এর জন্য শুভকামনা জানাই। এই ছবি যে ওঁদের সাফল্য এনে দেবে তা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। এই বছরের শেষের দিকে ‘গুলকান্দা টেলস’ এবং ‘রক্তাভ্রমন্দ’-এর কাজ শেষ হওয়ার পরে, আমি ২০২৫ সালের মার্চ মাসে ‘পাহাড়পাঙ্গিরা’-এর প্রযোজনা শুরু করার পরিকল্পনা করছি।' সোহমও পরিচালককে টুইটারে অভিনন্দন জানিয়ে তাঁর পোস্টে লিখেছেন, ‘গুলকান্দা' এবং 'রক্তব্রাহ্মদ'-এর কাজ শীঘ্রই শুরু করে দিন। 'পাহাড়পাঙ্গিরা'-এর জন্য অনেক অভিনন্দন রইল।’