বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan-Jawan: শাহরুখের বাবাকে উৎসর্গ জওয়ানের বিশেষ শো, আবেগতাড়িত হয়ে ভক্তদের জন্য কী লিখলেন কিং খান?
পরবর্তী খবর
Shah Rukh Khan-Jawan: শাহরুখের বাবাকে উৎসর্গ জওয়ানের বিশেষ শো, আবেগতাড়িত হয়ে ভক্তদের জন্য কী লিখলেন কিং খান?
1 মিনিটে পড়ুন Updated: 22 Sep 2023, 09:45 AM ISTSubhasmita Kanji
Shah Rukh Khan-Jawan: বেঙ্গালুরুতে শাহরুখ ভক্তরা তাঁর বাবার স্মৃতির উদ্দেশ্যে জওয়ানের একটি শো উৎসর্গ করেন। গোটা ঘটনায় আবেগতাড়িত হয়ে পড়েন কিং খান।
Ad
শাহরুখের বাবাকে উৎসর্গ জওয়ানের বিশেষ শো
জওয়ান নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। তবে শাহরুখ ভক্তদের নিয়ে অবশ্যই আছে। কিং খানকে ভালোবেসে তাঁরা ঠিক কী কী করতে পারেন সেটার প্রমাণ তাঁরা অনবরত দিয়েই চলেছেন। এবার একদম অভিনব পন্থায় জওয়ানের প্রচার করলেন তাঁরা। মুম্বইয়ের পর শাহরুখ খানের ভক্তরা এবার বেঙ্গালুরুতে একটি জওয়ানের বিশেষ শোয়ের আয়োজন করলেন দুঃস্থ মহিলা এবং শিশুদের জন্য। এই শো-টি পর্দার জওয়ানের বাবা মীর তাজ মহম্মদ খানের স্মৃতির উদ্দেশ্যে ছিল।
এক্সে অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিয়ো পোস্ট করা হয়। তাঁরা সেই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'বেঙ্গালুরু এসআরকে ওয়ারিয়র্স জওয়ানের একটি চ্যারিটি শোয়ের আয়োজন করেছিল মীর তাজ মহম্মদের স্মৃতির উদ্দেশ্যে, দুঃস্থ মহিলা এবং বাচ্চাদের জন্য।'
আর সেই ভিডিয়ো তার চোখে পড়ে খোদ কিং খানের। তিনি সেই ভিডিয়ো শেয়ার করেন এবং লেখেন, 'সকলকে অনেক ধন্যবাদ। এটা ভীষণ মিষ্টি এবং মন ছুঁয়ে গেল আমার। অনেক ভালোবাসা নিও। আশা করব তোমাদের সময়টা খুব ভালো কেটেছে।'