বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan on Pathaan's sequel: ‘পাঠান’-এর সিক্যুয়েল নিয়ে কী ভাবনা-চিন্তা, সাংবাদমাধ্যমের সামনে অকপট শাহরুখ
পরবর্তী খবর
Shah Rukh Khan on Pathaan's sequel: ‘পাঠান’-এর সিক্যুয়েল নিয়ে কী ভাবনা-চিন্তা, সাংবাদমাধ্যমের সামনে অকপট শাহরুখ
1 মিনিটে পড়ুন Updated: 31 Jan 2023, 11:32 AM ISTPriyanka Bose
Shah Rukh Khan on Pathaan's sequel: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এর সাংবাদিক বৈঠকে মন খুলে কথা বলতে দেখা গিয়েছে তারকাদের। এ দিন পাঠানের সিক্যুয়াল সম্পর্কে কথা বলেছেন শাহরুখ। পাশাপাশি এ দিন শাহরুখের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছেন সিদ্ধার্থ।
পাঠানের সিক্যুয়াল সম্পর্কে কথা বলেছেন শাহরুখ।
৪ বছর পর বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন শাহরুখ খানের। বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করছে তাঁর ছবি ‘পাঠান’। রাজা… রাজাই হয়। এ যেন আরও একবার প্রমাণ করেন দিলেন শাহরুখ। সোমবার মুম্বইয়ে পাঠান-এর সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন শাহরুখের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এবং সিদ্ধার্থ আনন্দ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এর সাংবাদিক বৈঠকে মন খুলে কথা বলতে দেখা গিয়েছে তারকাদের। এ দিন পাঠানের সিক্যুয়াল সম্পর্কে কথা বলেছেন শাহরুখ। পাশাপাশি এ দিন শাহরুখের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলতে গিয়ে সিদ্ধার্থ জানিয়েছেন, অভিনেতাকে পরিচালনা করা যেন একটি 'উপহার' পেয়েছেন।
মুক্তির আগে একাধিক বিতর্কের মুখোমুখি হয়েছে ‘পাঠান’। ফলে বিগত দু-মাস একটু চিন্তার মধ্যেই কেটেছে ছবির টিমের। কীভাবে তা প্রভাবিত করেছিল টিমকে এ নিয়ে কথা বলতে গিয়ে সিদ্ধার্থ বলেছেন, ‘গত দু’মাস কিছুটা চাপের ছিল, সত্যি বলতে পুরো পরিবেশের কারণে'। পরিচালক যোগ করেছেন, সবাই তাঁদের সমর্থন করেছে এবং ছবিটি দেখার জন্য প্রথম দিনেই বিপুল সংখ্যক মানুষ এসেছিল।
সংবাদসংস্থা এএনআই-এর উদ্ধৃতি অনুসারে, সিদ্ধার্থ বলেছেন, ‘প্রত্যেক পরিচালকের মতো আমার তালিকায়ও একবার শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আমি মনে করি আপনাকে শাহরুখ খানের একটি সিনেমা থেকে অনেক কিছু লুফে নিতে হবে। আমার এই যাত্রাটা যেন সম্পূর্ণ হয়েছে। শাহরুখ খানকে পরিচালনা করাটা যেন উপহার হিসেবে পেয়েছি। পাঠান এসে হিট হল, এরপর আর কী বানাবো’।