ডেভিড বেকহ্যামকে স্বাগত জানাতে মন্নতে বিশেষ পার্টি রেখেছিলেন শাহরুখ খান। শুক্রবার তিলোত্তমা ছাড়ার আগে আগেই শাহরুখের বাড়িতে পার্টি করেছেন। ফুটবল তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে মন্নতে। বৃহস্পতিবার রাতে ডেভিড বেকহ্যামের জন্য একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন বলিউডের বাদশা।
বেকহ্যাম ইউনিসেফের গুডউইল অ্য়াম্বাসেডর হিসেবে তিনদিনের জন্য ভারত সফরে এসেছেন। শাহরুখ কিন্তু একা নন, যিনি বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন বেকহ্যামকে। এই তালিকায় নাম আছে বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তাঁর বিজনেস ম্যান বর আনন্দ আহুজার। এমনকী সোনমের বাড়িতে যাওয়ার আগে একসঙ্গে বসে সেমি ফাইনালের ম্যাচও দেখেন ডেভিড আর আনন্দ। আরও পড়ুন: বনি কাপুরের জন্মদিন পার্টিতে চাঁদের হাট, জাহ্নবীর কাছে এলেন ‘স্পেশাল গেস্ট’
এ দিন পার্টির অন্দরের একটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অনন্দ আহুজা। সেই ছবিতে ডেভিড বেকহ্যামের দেখা মেলেনি। তবে শাহরুখ খান সাদা স্নিকার্সে, স্ত্রী গৌরী, মেয়ে সুহানার জুতো এবং ছেলে আরিয়ানের রুপোলি স্নিকার্স পরে দেখা মিলেছে। আনন্দের স্ত্রী সোনম কাপুরও ছবিতে রয়েছেন এবং তাঁর বাবা অনিল কাপুরও রয়েছেন।