আলিয়ার ৩১ তম জন্মদিন উদযাপন করার জন্য স্পেশাল প্ল্যান বানিয়েছিলেন রণবীর কাপুর। আলিবাগের বাগানবাড়িতে চলেও গিয়েছিলেন তাঁরা, কিন্তু আচমকাই অয়ন মুখোপাধ্যায়ের বাবার মৃত্যুর খবর শুনে মুম্বই ফিরে আসেন আলিয়া- রণবীর। আলিয়ার এই শুভদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা জানালেন ঋদ্ধিমা এবং পূজা।
শনিবার রণবীরের দিদি ঋদ্ধিমা ইনস্টাগ্রামে আলিয়া এবং নীতু কাপুরের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেন। ছবিটি পোস্ট করে তিনি আলিয়ার মাথায় মুকুটের ইমোজি যোগ করে লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় আলিয়া। তোমাকে আমি চাঁদের মতো ভালবাসি।’
আরও পড়ুন: ইরফানের বিবাহবার্ষিকীতে আমিরের দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে ছিলেন গৌরীও? ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: সেলিম খানের পা ছুঁয়ে প্রণাম করলেন রণবীর কাপুর, নেটপাড়ার প্রশ্ন, ‘সলমনের রাগ কি ভাঙবে?’
আলিয়ার দিদি পূজাও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বোনকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। আলিয়ার ছোটবেলার একটি ছবি পোস্ট করে পূজা লেখেন, ‘শুভ জন্মদিন। এই ভাবেই যেন তোমার মধ্যে শিশুসুলভ আচরণ বজায় থাকে। সবসময় সত্যের পথে থাকবে। শিশুর মতো সরল থেকো সবসময়।’
আলিয়া এবং পূজার ছবিটি দেখে আবেগঘন হয়েছেন ভক্তরা। দুই বোনের মধ্যে এই ভালোবাসা যেন অটুট থাকে চিরকাল, সেই কামনাই করতে দেখা যাচ্ছে ভক্তদের। পূজা এবং ঋদ্ধিমার ছবিতে কমেন্ট করে আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ভক্তরা।
প্রসঙ্গত, জন্মদিনের দুদিন আগেই অর্থাৎ ১৩ মার্চ থেকে আলিয়ার জন্মদিন উদযাপন করতে শুরু করেছিলেন রণবীর। ১৩ তারিখ পাপারাৎজিদের সঙ্গে ছবি তুলে, কেক কেটে আলিয়ার জন্মদিন পালন করেছিলেন রণবীর। তারপরেই জলপথে তাঁরা রওনা হয়েছিলেন আলিবাগের উদ্দেশ্যে, যদিও দুর্ভাগ্যবশত দেব মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর খবর শুনে মুম্বই ফিরে আসেন তাঁরা।
আরও পড়ুন: ছবি পোস্ট করে সুজানকে শুভেচ্ছা হৃতিকের, ‘ডিভোর্স দিলেন কেন?’ প্রশ্ন ভক্তদের
আরও পড়ুন: খালি গায়ে রং মাখলেন বরুণ, শ্বশুরবাড়ির সঙ্গে দোল ক্যাটরিনার, জাহিরকে ছাড়াই হোলি খেললেন সোনাক্ষী
উল্লেখ্য, বর্তমানে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত আলিয়া এবং রণবীর। এই সিনেমায় ভিকি কৌশলকেও অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে ‘ওয়ার ২’ সিনেমা মুক্তি পেলেই অয়ন মুখোপাধ্যায় শুরু করে দেবেন ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমার শ্যুটিং।