বড় ছেলে আরিয়ান খানের নাম মাদক মামলায় জড়ানোর পর থেকেই বিধ্বস্ত গোটা খান পরিবার। নানা ধরনের খবর আসছে সামনে। বারবার ছেলের সঙ্গে দেখা করতে এনসিবি-র অফিসে ছুটছেন শাহরুখ-গৌরী। আর এসবের মাঝেই খবর এল একটি বিজ্ঞাপনের শ্যুটে কাজ করার কথা ছিল শাহরুখ খান আর অজয় দেবগনের। কিন্তু শেষ মুহূর্তে শ্যুট বাতিল করেন বাদশা!বুধবার হওয়ার কথা ছিল ওই বিজ্ঞাপনের শ্যুট। সেই অনুযায়ী সহ-অভিনেতা অজয় দেবগণও পৌঁছে গিয়েছিলেন সেটে। শাহরুখের জন্য ২৫-৩০জন দেহরক্ষী, ভ্যানিটি ভ্যানও তৈরি করে রাখা হয়েছিল। বিকেল ৩টে নাগাদ শ্যুট বাতিল করলেন শাহরুখ। সেটে উপস্থিত এক ব্যক্তি জানিয়েছেন, শাহরুখ আর অজয়ের একসঙ্গে অভিনয় করার কথা। কিন্তু শেষ মুহূর্তে শাহরুখ না এলে অজয়ের একার পার্টগুলোর শ্যুট করে নেওয়া হয়। বৃহস্পতিবার ফের আদালতে তোলা হবে আরিয়ান খানকে। এর আগে সোমবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আজ আবারও জামিনের জন্য শুনানি করবেন আরিয়ানের আইনজীবী। এখন দেখার আদালতের রায়ে কতটা স্বস্তি পায় শাহরুখ ও তাঁর পরিবার! নাকি ফের এনসিবি-র হেফাজতেই থাকতে হয় আরিয়ানকে। গত শনিবার মাঝরাতে প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ান খান-সহ তাঁর দুই বন্ধুকে। তারপর রবিবার দুপুরে করা হয় গ্রেফতার। আরিয়ানের ফোন থেকে মাদক সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর সূত্র হাতে এসেছে বলে আদালতে দাবি জানিয়েছে এনসিবি। সঙ্গে মাদক কেসে আন্তর্জাতিক যোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে সেখানে।