রবিনার বয়স তখন মাত্র ২১। ওই বয়সেই কেরিয়ারের শীর্ষে থাকাকালীন দুই মেয়ে ছায়া ও পূজাকে দত্তক নেন অভিনেত্রী। ছায়া ও পূজা অবশ্য বর্তমানে রবিনার নিজের সন্তানদের থেকে অনেকটাই বড়, তাঁদের বিয়েও হয়ে গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে 'ছায়া'র ভিনধর্মে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রবিনা।
ইউটিউব চ্যানেল লেহরেন রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে মেয়ে ছায়ার ভিনধর্মে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রবিনা। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তাঁর মেয়ে ছায়া কি ভিন ধর্মে বিয়ে করে সুখে আছেন? উত্তরে রবিনা বলেন, ‘অবশ্যই, কেন নয়? আমরা সবাই তো আসলে শেষ পর্যন্ত মানুষ।’ এরপরই নিজের মেয়ের বিয়ে নিয়ে বেশকিছু অজানা কথা শেয়ার করেন।
আরও পড়ুন-ঐতিহ্য মেনে আমি আমার সদ্যোজাত সন্তানকে মধু খাওয়াই নি, বলতেই ট্রোলের মুখে সোনম, কী বলছেন চিকিৎসকরা?
রবিনা বলেন, ‘এটি একটা সুন্দর আন্তঃধর্মীয় বিবাহ ছিল। আমরা ওর(ছায়া) চূড়া সেরিমনির আয়োজন করেছিলাম। ছায়া ওর গাউন সঙ্গেই চূড়া পরছিলেন। আমি ওকে বিয়ের অনুষ্ঠান পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। ওর হাত ধরে আমিই ওকে করিডোর দিয়ে নিয়ে হেঁটেছিলাম। এরপর আরও একটা ট্যাবু ভেঙে ওকে মঙ্গলসূত্র পড়ানো হয় এবং গির্জায় সিঁদুরও রাখা হয়েছিল। তাই এটা ছিল দুই ধর্মের বিয়ের নিখুঁত একটা সংমিশ্রণ।’