
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জি বাংলার তো বটেই গোটা বাংলার মধ্যে অন্যতম পুরোনো এবং দীর্ঘদিন ধরে চলে আসা কুকারি শো ছিল রান্নাঘর। কিন্তু ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষবারের মতো সম্প্রচারিত হয় এই শো। এবার আবার এই হিট রান্নার শো ফিরছে তারই চেনা চ্যানেলে।
আরও পড়ুন: ঋ -র কথার দাম নেই! ক্ষোভ উগরে অভিনেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রচনা - পুষ্পিতা, বললেন...
২০২৪ সালের ২০ মে থেকে শুরু হয় জি বাংলার নতুন কুকারি শো রন্ধনে বন্ধন। এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রিয়েল লাইফ কাপল গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষকে দেখা যাচ্ছে। কিন্তু এবার জানা গেল সেই শো শেষ হতে চলেছে। আসলে মানুষের মনে খুব একটা সাড়া ফেলতে পারেনি শোটা যেমনটা সুদিপার সঞ্চালনায় রান্নাঘর পেরেছিল। তাই সেটাকে সরিয়ে আবারও রান্নাঘর ফিরছে জি বাংলায়।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা হল রান্নাঘরের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা পায়েস বানাচ্ছেন। যদিও তিনি কে সেটা দেখা যায়নি। সুদীপা চট্টোপাধ্যায় আবারও সঞ্চালক হয়ে আসছেন না দায়িত্বে অন্য কেউ থাকছেন সেটা সময়ই বলবে।
আরও পড়ুন: লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, 'ধাক্কা দিয়ে ফোন কেড়ে নিচ্ছিল'
আরও পড়ুন: 'সৎ চেষ্টা করছেন', আরজি কর কাণ্ডে মমতার তারিফ সৃজিতের, 'ভুয়ো খবর' ছড়ানোয় সংবাদমাধ্যমকে কী বললেন?
জি বাংলার তরফে শেয়ার করা নতুন প্রোমো থেকে জানা গিয়েছে রান্নাঘর আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এটা বিকেল ৪.৩০ থেকেই দেখা যাবে উল্লিখিত চ্যানেলে। এই পোস্টে অনেকেই জানিয়েছেন তাঁরা সঞ্চালক হিসেবে সুদীপাকেই দেখতে চান। অন্য কাউকে নন। এক ব্যক্তি লেখেন, 'রান্নাঘর যখন আসছে তখন রান্নাঘরের রানি সুদীপা দিকেই দেখতে চাই। কেন না সুদীপা দির জন্য রান্নাঘর অনেক বছর ধরে সম্প্রচার হয়েছিল। জি বাংলার কাছে অনুরোধ আর যেন কোনও ধারাবাহিক কিংবা শো -এর পেটে লাথি না মারা হয়। এটা দেখতে ভালো লাগছে না। যে 2024 সালের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত কোন ধারাবাহিক ও শো এক বছর ও সম্পূর্ণ করতে পারল না। আগে এক বছর সম্পূর্ণ হোক তারপরে ফ্লপদের পেটে লাথি মারবেন না হয়।' দ্বিতীয়জন লেখেন, 'এবারের জি বাংলা রান্নাঘরের host কী সুদীপা দিই থাকছে?'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports