শেষবার দেশে এসেছিলেন ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে। তারপর ফের একবার মুম্বইয়ে পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত ১৬ অক্টোবর ভারতে আসেন পিগি চপস। প্রিয়াঙ্কাকে সেদিন মুম্বই বিমানবন্দরে একটা স্পোর্টি এয়ারপোর্ট লুকে দেখা যায়। পরেছিলেন একটা কো-অর্ড ড্রেস। সেই ড্রেসের ক্রপ টপের আড়ালে উঁকি দিচ্ছিল প্রিয়াঙ্কার ব্র্যান্ড-নিউ বেলি রিং। যা বেশ জ্বলজ্বল করছিল।
আর প্রিয়াঙ্কা এর নিউ লুক যেমন চর্চায় উঠে এসেছে, তেমনি চর্চায় এসেছে তাঁর নিউ বেলি রিং। তবে কি জানেন প্রিয়াঙ্কার এই বেলি রিং-এর দাম কত? জানা যাচ্ছে, প্রিয়াঙ্কার ওই বেলি রিং-টি নাকি হিরের। জানেন সেটার জাম কত? জানা যাচ্ছে প্রিয়াঙ্কার সেই বেলি রিং-এর দাম ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকা।
কী শুনে চোখ কপালে উঠছে? তবে এটাই সত্যি।
প্রিয়াঙ্কার সেদিন ধূসর রঙে কো-অর্ড ড্রেসের সঙ্গে পরেছিলেন সাদা স্নিকার্স। হাতে ছিল আংটি, একটা সুন্দর সোনার ব্রেসলেট ও সানগ্লাস। মাথায় পরেছিলেন ধূসর রঙের ম্যাচিং টুপি। পোশাকের সঙ্গে মিলিয়ে করেছিলেন হালকা মেকআপ, ঠোঁটে ছিল গোলাপী লিপস্টিক।
জানা যাচ্ছে, স্বপ্ল দিনের সফরে এদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই সফরে তাঁর প্রযোজিত ছবি 'পানি'র স্পেশাল স্ক্রিনিং-এও দেখা যায় প্রিয়াঙ্কাকে।
প্রসঙ্গত গত অগস্টে প্রিয়াঙ্কা বেলি বাটন পিয়ারসিং করিয়ে ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেসময় স্বামী নিকের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন দেশি গার্ল। তবে এবার দেশি গার্লের ভারত সফরে তাঁর সঙ্গে দেখা যায়নি নিক জোনাস কিংবা মালতী মেরি জোনাসকে। আর তাই কিছুটা হলেও হতাশ পিগি চপসের অনুরাগীরা।
আরও পড়ুন-খাবেন শুধুই জল আর প্রয়োজনে ওষুধ, ১ দিনের প্রতীকী অনশনে বিরসা-বিদিপ্তা-দেবলীনা-চৈতিরা