বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan box office week 1 collection: ভাঙল বাহুবলী ২-এর রেকর্ড, দেশজুড়ে ৭ দিনে নেট ৩০০ কোটির উপর ব্যবসা করল ‘পাঠান’
পরবর্তী খবর
Pathaan box office week 1 collection: ভাঙল বাহুবলী ২-এর রেকর্ড, দেশজুড়ে ৭ দিনে নেট ৩০০ কোটির উপর ব্যবসা করল ‘পাঠান’
1 মিনিটে পড়ুন Updated: 01 Feb 2023, 09:46 AM ISTPriyanka Bose
Pathaan box office week 1 collection: বক্স অফিসের দিকে চোখ রাখলে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর পরে শাহরুখ খান-অভিনীত এই ছবি দ্রুততম হিন্দি ছবি হিসেবে ৩০০ কোটির ঘরে প্রবেশ করেছে। ঘরোয়া বক্স অফিসে পাঠানের প্রথম সপ্তাহের সংগ্রহ এখন পর্যন্ত ৩১৫ কোটি টাকা।
পাঠান-এর দৃশ্যে শাহরুখ-দীপিকা
সপ্তম দিনে দেশজুড়ে মোট ২১ কোটি টাকার কালেকশন করেছে ‘পাঠান’। বক্স অফিসের দিকে চোখ রাখলে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর পরে শাহরুখ খান-অভিনীত এই ছবি দ্রুততম হিন্দি ছবি হিসেবে ৩০০ কোটির ঘরে প্রবেশ করেছে। ঘরোয়া বক্স অফিসে পাঠানের প্রথম সপ্তাহের সংগ্রহ এখন পর্যন্ত ৩১৫ কোটি টাকা।
ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্পল কাপাড়িয়া। ক্যামিও চরিত্রে ভাইজান সলমন খানের দেখা মিলেছে এই ছবিতে। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি।
বুধবার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, মুক্তির পর একের পর এক রেকর্ড ব্রেক করছে ‘পাঠান’। দেশীয় বক্স অফিসে মাত্র সাত দিনে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই ছবি। ২০১৭ সালের ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর হিন্দি সংস্করণের ৩০০ কোটিতে প্রবেশ করতে ১০ দিন সময় লেগেছিল। পাঠান মাত্র ৭ দিনে এই অঙ্কে প্রবেশ করেছে। আরও পড়ুন: ‘পাঠান’-এর সিক্যুয়েল নিয়ে কী ভাবনা-চিন্তা, সাংবাদমাধ্যমের সামনে অকপট শাহরুখ
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটে আরও জানিয়েছেন, ‘KGF: চ্যাপ্টার ২’ (২০২২)-এর হিন্দি সংস্করণ ১১ দিনে ৩০০ কোটিতে পৌঁছেছে, যেখানে আমির খানের ‘দঙ্গল’ (২০১৬) এর জন্য ১৩ দিন সময় নিয়েছে। ‘সঞ্জু’ (২০১৮) এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৬) উভয়ই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ১৬ দিন সময় নিয়েছে। ইতিমধ্যে আমিরের ‘পিকে’ (২০১৪) এবং হৃতিক রোশনের 'ওয়ার' ৩০০ কোটির মাইলস্টোন ছুঁতে যথাক্রমে ১৭ দিন এবং ১৯ দিন সময় নিয়েছিল।