
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টলিউডের হিসেবনিকেশ প্রায় রোজই বদলায়। মাসখানেক আগেও দুর্গ রহস্যকে কেন্দ্র করে মারমার কাটকাট লেগেছিল টলিগঞ্জে। শরদিন্দু-র ব্যোমকেশ সিরিজ দুর্গ রহস্যকে কেন্দ্র করে সিনমা আর সিরিজ বানিয়েছিল দুই গোষ্ঠী। সিনেমায় ব্যোমকেশ দেব, আর সিজারে অনির্বাণ। সিনেমার পরিচালক বিরসা দাসগুপ্ত আর সিরিজের পরিচালনায় ছিলেন সৃজিত মুখোপাধ্যায়।
সেইসময় বেশ অনেকটাই জল গড়িয়েছিল সৃজিত আর দেবের মধ্যিখানে। যদিও দুজনে সবটা মিটিয়ে নেন এরপর হঠাৎ করেই। এমনকী, সৃজিত পরের ছবির নায়ক হিসেবে দেব আর নায়িকা হিসেবে ঘোষণা করে দেন নাম রুক্মিণীর। জুন মাসে ঘোষণা হয়েছিল সেই থ্রিলারের। আর এখন খবর মিলছে, তাতে থাকছেন ‘প্রাক্তন’ জুটি।
এখানে কিন্তু প্রাক্তন বলতে সিনেমার নাম বোঝানো হয়নি। বরং এই জুটির মধ্যে একসময় চলেছিল মন দেওয়ানেওয়ার খেলা। ছিলেন প্রেম-সম্পর্কে। এঁরা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় আর স্বস্তিকা মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, দেব-রুক্মিণীর সঙ্গে সৃজিতের ছবিতে থাকবেন স্বস্তিকা-পরমব্রতও। আর সঙ্গীত পরিচালনা করবেন অনুপম রায়। ছবির নাম হতে পারে ‘টেক্কা’। প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স।
জানুয়ারিতেই শুরু হয়ে যেতে পারে ছবির শ্যুটিং। আর সিনেমা মুক্তি পেতে পারে ২০২৪-এর পুজোতে। চলতি বছরের পুজোতে মুখোমুখি হয়েছিল সৃজিতের দশম অবতার আর দেবের বাঘাযতীন। সেরকম হলে পরের বছর এইটক্করটা দেখার সৌভাগ্য হবে না আর দর্শকদের।
একটা সময় পরমব্রত আর স্বস্তিকার প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তারপর দুজনের ণধ্যে চলা ঝগড়াও এসেছিল আলোচনায়। তবে সেসব ব্যক্তিগত স্তরে। কাজে কখনোই প্রভাব ফেলতে দেননি কেউই। শাহাজাহান রিজেন্সি ও শিবপুরে দেখা গিয়েছে সাম্প্রতিক অতীতে। আর এবার সৃজিতের সিনেমায়।
অন্য দিকে, একসময় বেশ ভালো বন্ধুত্ব ছিল অনুপম আর পরমের। তা যে এখন আর নেই, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অনুপমের সঙ্গে তাঁর স্ত্রী পিয়ার বিচ্ছেদ, বছর দেড় পরে পরমব্রতর পিয়ার সঙ্গে বিয়ে নিয়ে গত কয়েকমাসে কম চর্চা হয়নি। তবে সেসবও আশা রাখা যায় ছাপ ফেলতে পারবে না ছহির কাজে।
সৃজিত আর পরমব্রত একসঙ্গে কাজ করেছেন বহু সিনেমায়। যার মধ্যে রয়েছে বাইশে শ্রাবণ, হেমলক সোসাইটি, চতুষ্কোণ, জুলফিকরের মতো সিনেমা। স্বস্তিকার সঙ্গেও খান তিনেক ছবি করেছেন সৃজিত, যার মধ্যে শাহাজান রিজেন্সিতে ছিলেন পরমব্রত-স্বস্তিকা একসঙ্গে। দেবের সঙ্গে বানিয়েছেন পাসওয়ার্ড। শুধু রুক্মিণীর সঙ্গে কাজ করবেন এই প্রথমবার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports