বলিউডের থেকে দূরত্ব বজায় রেখে চলেন শাহিদ ঘরণী। অভিনয়ে তাঁর আগ্রহ নেই, তবে মীরা রাজপুত কাপুর ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত। গ্ল্যামার আর ফ্যাশনের মামলায় অনায়াসেই যে কোনও নায়িকাকে টক্কর দিতে পারেন তিনি। শাহিদ ঘরণীর নিজেরও আলাদা পরিচয় আছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার মীরা। দুই সন্তানের মা হয়েও নিজেকে দারুণ মেনটেইন করেন তিনি।
প্রায়শই সমাজিক মাধ্যমে নিজের নয়া লুকের ফটো শেয়ার করেন মীরা। সম্প্রতি পাপারাৎজ্জির হাতে লেন্সবন্দি হন শাহিদ পত্নী। নাইট আউটে মিনি-লেংথ এনসেম্বলে দেখা মেলে তাঁর। মুম্বইয়ে নাইট আউট উপভোগ করতে বেরিয়েছিলেন মীরা। স্ট্র্যাপলেস মিনি ড্রেসে আকর্ষণীয় ও গ্ল্যামারাস লুকে মীরার থেকে চোখ সরানো দায়। আরও পড়ুন: চুলের রং বেগুনি! শাহিদের ভিডিয়ো দেখে অনুরাগীরা হেসে গড়াগড়ি
রবিবার রাতে মুম্বইয়ের একটি রেস্তোরাঁর বাইরে পাপারাজ্জিরা লেন্সবন্দি করেন মীরাকে। গাড়ি থেকে নামতেই সাদা মিনি-লেন্থের ড্রেসে আত্মবিশ্বাসী মেজাজে শাহিদ-পত্নী। গাড়ি থেকেই নেমেই রেস্তোরাঁয় ঢুকে যান মীরা। স্ট্র্যাপলেস নেকলাইন, বুক এবং ঘাড়ের কাছে নক্সা করা পোশাকে দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে। পোশাকের সঙ্গে জিয়ানভিত্তো রসি স্যান্ডেল এবং একটি ডিওর স্যাডল ব্যাগ নিয়েছিলেন মীরা।