
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Lopamudra On Kalikaprasad: ২২ এবং ২৩ ফেব্রুয়ারি ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে সহজ পরব (Sahaj Parab)। প্রাণের শহর কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম প্রধান এই অনুষ্ঠান। দোহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত উৎসবে থাকছে আফ্রিকান সুরের রেশ থেকে বাংলার কীর্তন, মধ্যপ্রদেশের কাওয়ালি থেকে বাউল-ফকির অনসস্বল, আওয়ধি -ভোজপুরি গান থেকে তালবাদ্যের ম্যাজিকে জাকির হোসেনকে স্মরণ। অনুষ্ঠানের ব্যস্ততার ফাঁকেই হিন্দু্স্তান টাইমস বাংলার সঙ্গে কথা বললেন লোপামুদ্রা মিত্র।
দুদিনের পরবের প্রথম দিন উস্তাদ জাকির হোসেনকে স্মরণ করে হয় ‘ইঁয়াদো কা সফর’। অংশ নেন প্রয়াত শিল্পীর ভাই ও দীর্ঘ দিনের সহশিল্পীরা উস্তাদ ফজল কুরেশি, উস্তাদ তৌফিক কুরেশি, পন্ডিত যোগেশ শামসি, সাবির খান, সূত্রধর পণ্ডিত তন্ময় বোস।
আরও পড়ুন - ‘হারিয়ে যাওয়া সম্পর্ক…’ ক্যাকটাসের নতুন অ্যালবাম নিয়ে কথার ফাঁকেই সিধু বললেন…
২০১৪ সাল। লোপামুদ্রা মিত্র এবং কালিকাপ্রসাদ ভট্টাচার্যের উদ্যোগে দোহারের নানা আলোচনা এবং পরিকল্পনার ফলস্বরূপ জন্ম নেয় 'সহজ পরব'। কালিকাপ্রসাদ নেই, প্রায় ৮ বছর হয়ে গেল। লোপামুদ্রার কথায়, ‘আমার বাড়িতেই একটি আলোচনাচক্রে সহজ পরবের জন্ম হয়। আজ কালিকা না থাকলেও আমরা চেষ্টা করি নিয়ম করে সহজ পরবের আয়োজন যাতে করা যায়।’
কালিকাপ্রসাদ না থাকায় কোন জিনিসটি সবচেয়ে বেশি মিস করেন? ‘ওর আইডিয়াগুলো খুব মিস করি। গান নিয়ে ওর ভাবনাচিন্তার জায়গাটা খুব অন্যরকম ছিল। আজ বছর বছর যখন সহজ পরব হয়, তখন ওর আইডিয়াগুলো বারবার মনে পড়ে।’
আরও পড়ুন - ‘তোমার মতো যদি কারচুপি করতে পারতাম প্রতুলদা…’ তোমার জন্য আজও গান গাওয়ার সাহস পাই
তবে সমাপ্তি উৎসব নিয়ে ‘ওর ধারণাটা আমার সবার আগে মনে পড়ে। আমাদের ক্লোজিং সেরিমনিতে জাতীয় সংগীতের একটি বিশেষ দিক কালিকা তুলে ধরেছিল। ওর সেই আইডিয়াটা আমাকে ভীষণ আকৃষ্ট করে আজও। জাতীয় সংগীতের শেষ লাইন জয় হে জয় হে জয় হে-র সুরের সঙ্গে হরিবোলের সুরের মিলটা কালিকাই প্রথম দেখিয়েছিল। ও দেখিয়েছিল কীভাবে একটি লোকসংগীতের সুর দেশের প্রাণের সুর হয়ে উঠছে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports