দিয়েছেন রুবেল-শ্বেতার বিয়ে! শুধু কনে নয়, নন্দিনী ভৌমিকের কাছে ছেলের কপালেও ওঠে সিঁদুর, হয় না কন্যাদান, কত খরচ? Updated: 21 Jan 2025, 08:22 PM IST Tulika Samadder বর্তমান সময়ে বৈদিক বিয়ের জনপ্রিয়তা শুধু আর তারকাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সাধারণ মানুষও চাইছেন তাঁদের বিয়ে দিক মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। জানুন কীভাবে করবেন বুকিং, কেমন খরচই বা পড়তে পারে এই বিয়েতে?