৮০ বছর বয়সে দাঁড়িয়েও তিনি বলিউডের শেহনশা। তাঁর প্রতিটা চালচলন নজর কাড়ে অনুরাগীদের। এই বয়সে এসেও একাধিক ছবির শ্যুটিং করছেন, কৌন বনেগা ক্রোড়পতির মতো জনপ্রিয় রিয়ালিটি শো হোস্ট করছেন অমিতাভ বচ্চন। শো চলাকালীন প্রতিযোগীদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে থাকতে দেখা যায় বিগ বি-কে।
শোয়ে আসা একজন প্রতিযোগী অমিতাভকে তাঁর ফ্যাশন পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করলে, কিছু বলার আগে হারেম প্যান্ট পরা অভিনেতার একটি ছবি দেখিয়েছিলেন তাঁকে। আরও পড়ুন: যেন ফেটে বেরিয়ে আসছে, গ্ল্যামার! যে পোশাকে সামনে এলেন জাহ্নবী
প্রতিযোগী বৈষ্ণবী পেশায় একজন রিপোর্টার। তিনি জানিয়েছেন, অমিতাভের সাক্ষাৎকারে নেবেন, এমনটা তাঁর স্বপ্ন ছিল। অমিতাভ বলেন, ‘এর পেছনে একটা গল্প আছে। আমি হৃষিকেশে শ্যুটিং করছিলাম। প্রোডাকশন টিমের কয়েকজনকে এই ধরনের প্যান্ট পরে থাকতে দেখেছি। হাওয়া বইলে প্যান্টও উড়ত, আমার বেশ ভালো লাগত। দেখতে এত আরামদায়ক লাগত, তাই মনে মনে ভেবেছিলাম, আমারও এমন একটা প্যান্ট চাই। একটু হাওয়া পাস হয়ে যাবে। কোথায় থেকে কিনেছে ওদের জিজ্ঞেস করতেই, বলল বাজার থেকে। কয়েকজনকে বাজারে পাঠানোর পর ওরা খুঁজে পায়নি।' আরও পড়ুন: গোল্ডেন গাউনে বোল্ড লুকে মালাইকা, পুরো আগুন লুকে ধরা দিলেন বলিউড ডিভা