করোনা নিয়ে সকলকে সচেতন করতে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। কোভিড পরিস্থিতির গুরুতরতা বোঝার জন্য জনগণকে অনুরোধ করেছেন তিনি। করোনার নিয়ম বিধি মেনে চলতে এবং চিকিৎসকদের কথা মেনে চলার অনুরোধ করেন নায়িকা।ইনস্টাগ্রামে এই নিয়ে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমার কাছে এটা অকল্পনীয় যে, এখনও অনেক লোক রয়েছেন যারা আমাদের দেশের পরিস্থিতির গুরুতর বিষয়টি বুঝতে পারেছেন না। এরপর যখন আপনারা ঘর থেকে বেরোবেন, যদি থুতনির নীচে মাস্ক পরেন, অথবা নিয়মভঙ্গ করার চেষ্টা করেন; তাহলে আমার চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের এড়ানোর মতো বিষয় হবে। তাঁদের কাছে মানসিক এবং শারীরিক দিক থেকে ভেঙে পড়ার মতো অবস্থা হবে। প্রত্যেকে আপনারা যাঁরা এটা করছেন, তারাই এই চেন ভাঙার জন্য দায়ী হবেন। এখন আগের তুলনায়, ভারতের আপনাদের বেশি প্রয়োজন’। প্রসঙ্গত, করিনার স্বামী সইফ সম্প্রতি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা। আপাতত মুম্বইতে লকডাউনে ঘরবন্দি রয়েছেন নায়িকা।