
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কার কাছে কই মনের কথা ধারাবাহিকটিকে বর্তমানে অহরহ কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। দর্শকরা বেজায় ক্ষুব্ধ এই সিরিয়ালের মুখ্য চরিত্র নিয়ে। তাঁরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাঁদের মতে শিমুল না পারছে পরাগকে ছাড়তে, না চাইছে শতদ্রুকে ছাড়তে।
এতদিন কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখানো হয়েছে পরাগ যখন শিমুলের উপর অত্যাচার করেছে তখন তার পাশে থেকেছে শতদ্রু। নিজের বিয়ে পর্যন্ত ভেঙে দিয়েছে সে। তখন শিমুলও জানায় সে শতদ্রুকে বিয়ে করবে। কিন্তু যেই সব সমস্যা মিটে গেল ভুলে গেল সে কথা। উল্টে পরাগের অ্যাকসিডেন্ট হওয়ার পর তার সেবা করতে শুরু করে দেয় সে। নিয়মিত প্রাক্তন শ্বশুর বাড়ি যেতে থাকে, যোগাযোগ রাখে শতদ্রুকে ভুল। এখন তো আবার বিপাশাকে নিয়ে সেই বাড়িতেই উঠেছে শিমুল। এখন আবার পরাগকে বিয়ে করার কথা ভাবছে ওর চাকরির জন্য। আর এসবের জন্য নাকি শতদ্রুকে অপেক্ষা করতে হবে। যদিও শতদ্রু জানিয়ে দিয়েছে শিমুল তাকে অনেক লেজে খেলিয়েছে। আর নয়। সে আর যোগাযোগ রাখতে চায় না শিমুলের সঙ্গে। এবার পরাগ শিমুলের সম্পর্ক নতুন করে কোন মোড় নেয় সেটাই দেখার।
আরও পড়ুন: 'ঠিক করেছি হোলিতে...' রোহনের সঙ্গে প্রেমের জল্পনা তুঙ্গে, এবার কীভাবে দোল কাটাচ্ছেন অঙ্গনা?
এই প্রোমো এবং পর্ব প্রকাশ্যে আসার পর বিরক্তি প্রকাশ করেছেন দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'শিমুল চরিত্রটাই অসহ্য। ও গাছেরও খাবে, তোলারও কুড়াবে।' কেউ আবার লেখেন, 'চাকরির জন্য আবার বিয়ে করবে। নোংরা মেয়ে একটা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একটা আদ্যোপান্ত ন্যাকা চরিত্র। দেখলেই মাথা গরম হয়ে যায়। এখন এই সিরিয়ালটা দেখতেই ভালো লাগে না। অসহ্য জাস্ট।'
আরও পড়ুন: অ্যানিম্যাল বিতর্কে সন্দীপের পাশেই সৃজিত? বললেন, 'ছবিতে কী কতটা থাকবে সেটা পরিচালকের...'
আরও পড়ুন: দীর্ঘদিন ডিপ্রেশনের শিকার ছিলেন গুলশানারা! দিদি নম্বর ওয়ানে বললেন, 'থিয়েটারের জন্যই আমি...'
এই ধারাবাহিকটি জি বাংলায় সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, দ্রোণ মুখোপাধ্যায়, প্রমুখকে দেখা যাচ্ছে। এটি রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports