দেশে ফের করোনার প্রকোপ বাড়ছে। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় লকডাউন চলছে। বাংলায় এখন বেশির ভাগ লোকই করোনার কোনও নিয়মই মানছে না। এ দিকে ফের সংক্রমণ ছড়াচ্ছে। এ সবের মধ্যেই একের পর এক টলিউডের তারকা ভ্যাকসিন নিতে এগিয়ে এসেছেন। এর আগে রচনা বন্দ্যোপাধ্যায় টিকা নিয়েছিলেন। এ বার করোনার টিকা নিলেন জিৎ। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভ্যাকসিন নেওয়ার ছবি জিৎ শেয়ারও করেছেন। আর সঙ্গে সঙ্গে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।অতিমারির দ্বিতীয় দফা টিকাকরণ চলছে দেশ জুড়ে। ৪৫ থেকে ৫৯ বছর বয়সি নাগরিকদের মধ্যে যাঁরা কো-মর্বিডিটিতে আক্রান্ত, তাঁদেরও টিকাকরণ হচ্ছে। এ ছাড়াও, টিকা দেওয়া হচ্ছে ষাটোর্ধ্ব নাগরিকদের। সোমবার করোনার টিকার প্রথম ডোজ নেন জিৎ। কিছু দিন আগেই পরিচালক সুদেষ্ণা রায় ‘কোভিশিল্ড’ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। আবির চট্টোপাধ্যায়ের বাবাও ফাল্গুনী চট্টোপাধ্যায়ও টিকা নেন। করোনার টিকা নেওয়ার পাশাপাশি প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে অন্যদের টিকা নিতে উৎসাহ দিচ্ছেন। সাধারণ মানুষের ভয় কাটানোর চেষ্টা করছেন। বলিউডে অবশ্য একাধিক তারকাকে টিকা নিতে দেখা গিয়েছে। কমল হাসান, শিল্পা শিরোদকর, অনুপম খের, পরেশ রাওয়ালরা এই তালিকায় রয়েছেন।