দেব আর রুক্মিণী মৈত্রের প্রেম এখন বেশ খুল্লামখুল্লা। যে কোনো সাক্ষাৎকারেই একে-অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার কোনো সুযোগই ছাড়েন না এই দুই তারকা। যদিও বিয়ের প্রশ্ন এলেই মুখ বন্ধ! আর সেই ভালোবাসাতেই নাকি ঢুকে পড়ল ‘তৃতীয় ব্যক্তি’। আর শুধু ঢুকেই পড়ল না, দিয়ে দিল সোজা রুক্মিণীকে বিয়ের প্রস্তাব!
ভাবছেন কে সে? এ আর কেউ নয়, ছোট্ট ফুগলা। ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে এসে বছরখানেক আগেই ফুগলাকে বলতে শোনা গিয়েছিল, সে বিয়ে করতে চায় দেবের বউ অর্থাৎ রুক্মিণীকে। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল খুব। ফুগলার নতুন একটা ভিডিয়ো থেকে জানা গেল, দেব নাকি তারপর থেকে রাগ করে আর ফুগলার সঙ্গে কথাই বলছে না। অন্তত এই খুদের তেমনটাই মত।
আরও পড়ুন: মাত্র ২ বছরে আয় দ্বিগুণ হয় কার্তিকের, মোট সম্পত্তির পরিমাণ দেখে চোখ উঠবে কপালে
‘দেবদা কিছু বলছে না, মনে হয় রাগ করেছে’, একটি ভিডিয়োতে এমনটাই বলতে শোনা গেল ফুগলাকে। ‘মনে হয় রাগ করছে, ওই যে রুক্মিণীকে বিয়ে করব বলেছিলাম’, আরও বল সে!
আবার ফুগলাকে বলতে শোনা গেল, সে জানে বিয়ে করলেই অনেক দায়িত্ব। খাইয়ে দিতে হবে, ঘুম পাড়িয়ে দিতে হবে… তবুও সে রুক্মিণীকই বিয়ে করতে চায়! শুধু একটাই খেদ, ‘দেবদা কথা বললে উত্তরই করছে না। কী আর করব।’
আরও পড়ুন: নেপোটিজম নিয়ে ইন্ডিয়ান আইডলে খোঁচা আদিত্যকে! বাঙালি কন্যে যা করলেন ভরা স্টেজে
ফুগলার ভালো নাম সুপ্রদীপ খাটুয়া। আপাতত সে পড়ে কেজিতে। তার আন্টির বানানো একটা ভিডিয়ো লকডাউনের সময় রাতারাতি জনপ্রিয় কর দিয়েছিল ফুগলাকে। পরবর্তীতে ফুগলা ও তাঁর আন্টির খুনসুটির একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। এক কথায় ফুগলার ভিডিয়ো দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরবে।
আরও পড়ুন: আরজি কর আবহে পিছোয় মুক্তি, আজই হলে কন্যাশ্রী নিয়ে বাংলা ছবি, মমতার চরিত্রে কনীনিকা
এরপর থেকে হইচইয়ের হয়ে কিছু মিনি স্টোরিজে তাকে দেখা গিয়ছে তাকে। হরগৌরী পাইস হোটেল সিরিয়ালেও কাজ করে ফেলেছে। এসেছে দাদাগিরি, ডান্স বাংলা ডান্সেও। তবে এসবের মাঝেও, পড়াশোনায়ও বেশ নজর। নার্সারিতে সব বিষয়েই দুর্দান্ত ফল করেছিল। যারা বাচ্চার ভিডিয়ো বানানো নিয়ে ট্রোল করে, তাঁদের জন্য রেজাল্টের ছবি সেইসময় শেয়ার করে নিয়েছিল আন্টিই। ফুগলা যে দেবের ভক্ত, আর তার চেয়েও বড় বেশি পছন্দ করে রুক্মিণীকে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।