পুজোর লড়াই এই বছর জমজমাট। এর মাঝে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের ছবি মানেই বাড়তি আকর্ষন। পুজোয় রক্তবীজ নিয়ে হাজির তাঁরা। এই ছবি দর্শকদের উপহার দিচ্ছে নতুন জুটি, আবির ও মিমি। ছবির অন্যতম বড় চমক ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের কামব্যাক। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘মন্দার’ দেবাশিস মণ্ডলকে।
টলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের অন্যতম দেবাশিস। রক্তবীজে অভিনয় করতে গিয়ে রক্তও ঝরিয়েছন তিনি। ছবি মুক্তির আগে কি ফিরে আসছে সেই স্মৃতি? হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন, ‘হ্যাঁ,ওটা অ্যাক্সিডেন্টালি হয়ে গিয়েছিল। অ্যাকশন সিকুয়েন্সে আমাকে ছুড়ে ফেলার একটা সিন ছিল, ধাক্কা লাগারই কথা ছিল। আচমকা একটা মাটির কলসী এসে লাগে। ওটা শেষদিনের শ্যুটিং ছিল, আর শেষ সিকুয়েন্স ছিল। রক্ত ঝরছিল ঠিকই, কোনওরকমে সামলে নিয়ে শ্যুটিং শেষ করি। বলতে পারেন ব্যাড রিস্ক নেওয়া হয়েছিল। জানতাম ওটা কোথাউ না কোথাউ লাগবেই, তবে মাথা ফেটে যাবে আশা করিনি।’
মন্দার সিরিজের হাত ধরে চর্চায় উঠে আসেন ন্যাশন্যাল স্কুল অফ ড্রামার এই প্রাক্তনী। কেরিয়ারের টার্নিং পয়েন্ট নিয়ে প্রশ্ন করতেই জবাব, ‘মন্দার-এর অফারটা অনির্বাণ দিয়েছিল, চিত্রনাট্য ভালো ছিল, তাই সাড়া ফেলেছিল। আমি চেষ্টা করেছি যতটুকু সুযোগ পেয়েছি চিত্রনাট্যে ততটুকু ভালো কাজ করার। শিবুদা-নন্দিতাদির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল বহুদিনের। ওঁনাদের গল্প বলার ধরণ আমার খুব ভালো লাগে, বলতে পারেন সেই ইচ্ছে-র সময় থেকে। আমার চরিত্রটার স্ক্রিনটাইম খুব বেশি না হলেও ইমপ্য়াক্টফুল একটা চরিত্র।’ আরও পড়ুন- খাগড়াগড় বিস্ফোরণের ছায়া আবির-মিমির ‘রক্তবীজ’-এ, রাষ্ট্রপতি প্রণব হয়ে ফিরছেন ভিক্টর?