আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা সহ গোটা রাজ্য। তার আঁচ লেগেছে টলিপাড়াতেও। উঠছে যৌন হেনস্থার একাধিক অভিযোগ। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওঠা যৌন হেনস্থার অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তিনি হলেন পরিচালক অরিন্দম শীল। ইতিমধ্যেই পরিচালকের বিরুদ্ধে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ ২ অভিনেত্রী। অরিন্দমের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের কারণে তাঁকে বরখাস্ত করেছে ডিরেক্টর'স গিল্ড। তবে এই পরিস্থিতি ঠিক কী বলতে চান অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
বর্তমানের উত্তাল পরিস্থিতিতে নয়, তারও বহু আগে ২০২০ সালে অরিন্দম শীলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রূপাঞ্জনাই। যদিও সেসময় অরিন্দমের বিরুদ্ধে কেউই কোনও পদক্ষেপ নেননি। বর্তমানে যখন ফের অরিন্দমের বিরুদ্ধে সরব একাধিক মহিলা। ঠিক তখনই Hindustan Times Bangla-র কাছে আরও একবার মুখ খুললেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।
অরিন্দম শীলকে নিয়ে আপনি তো বহু আগেই মুখ খুলছিলেন, এতদিন পর তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের কারণে পদক্ষেপ করা হয়েছে? কী বলবেন?
রূপাঞ্জনা: মুখ খুলতে তো সবাই পারে না, তার জন্য সবার আগে সোজা মেরুদণ্ড দরকার। একজন শিল্পী সোজা মেরুদণ্ড নিয়েই মুখ খুলেছিলো। আর্টিস্ট ফোরামও তখন তার সঙ্গে হওয়া অশালীন আচরণ নিয়ে কথা বলেছিল। তবে আমার আগেও ওঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন আরও একজন। রবি ওঝা প্রোডাকশনের 'এক আকাশের নিচে' ধারাবাহিকের সময়ও শীলের বিরুদ্ধে একজন বড় অভিনেত্রী মুখ খুলেছিলেন। যেকারণে সিরিয়ালের শ্যুটিং থেকে অভিনেতা শীলের ডেট কমিয়ে দেওয়া হয়। আর প্রথম অভিযোগ ওর (অরিন্দম শীল) নামে আনেন একজন অত্যন্ত ভালো শিল্পী। যেটা তিনি একটা টেলিফিল্ম চলাকালীন এনেছিলেন। তোমরা জানোনা বলেও দোষীর দোষ কিন্তু কমছে না।