বিগ বসকে বিদায় জানাচ্ছেন অভিনেত্রী দেবলীনা । আশঙ্কাই সত্যি প্রমাণিত হল । কয়েকদিন ধরেই অসুস্থ ছোটপর্দার 'গোপী বহু' দেবলীনা । শরীর ভালো না থাকার কারণেই বিগ বস ১৩-র চলতি সপ্তাহে কোন রকম কাজে যোগদান করেন নি দেবলীনা । ক্যাপ্টেন নির্বাচনের কাজ হোক বা লাক্সারি বাজেটের কাজ, সব কিছু থেকেই দূরে ছিলেন দেবলীনা । দেবলীনার অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে 'বিগ বস' কর্তৃপক্ষ । খবর সূত্র মারফত। শোনা যাচ্ছে 'উইকেন্ড কা বার' এর এপিসোডে সলমন খান দেবলীনার বিদায়ের খবর জানাবেন । তবে দেবলীনার ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই । এই জনপ্রিয় রিয়্যালিটি শো থেকে এখনই বাদ যাচ্ছেন না দেবলীনা । শোনা যাচ্ছে সুস্থ হলেই আবার ঘরে ফিরবেন নায়িকা ।'বিগ বস' হাউজকে দেবলীনা এই প্রথম বিদায় জানাচ্ছেন এমনটা নয় । এর আগেও বিগ বস থেকে দর্শকদের ভোটের ভিত্তিতে বাদ যেতে হয়েছে অসমের এই কন্যাকে। তবে বিগ বসের সারপ্রাইজ হিসাবে বিগ বসের ঘরে ফিরেছেন দেবলীনা ।দেবলীনার আচমকা বিগ বসের ঘর ছাড়ার কারণে এই সপ্তাহে আর কোনো এলিমেনশের সাক্ষী থাকতে হবে না দর্শকদের । 'বিগ বস সিজন ১৩' ইতিমধ্যেই টিআরপির তালিকায় নিত্যনতুন রেকর্ড করছে । সঞ্চালক সলমন খানের শো-র রিপোর্ট কার্ড এতই ভালো যে চ্যানেল কর্তৃপক্ষ শোয়ের এপিসোড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন । সেই এক্সট্রা এপিসোডগুলো সঞ্চালনার জন্য সলমন খানও বাড়তি দর হাঁকিয়েছেন । আগেই শোনা গিয়েছে সেই এপিসোডগুলোর জন্য এপিসোড পিছু ২ কোটি টাকা বেশি নেবেন ভাইজান । আগে প্রতি এপিসোডের জন্য ৬.৫ কোটি, অর্থাত সপ্তাহে ১৩ কোটি টাকা করে পেতেন তিনি। এবার নয়া চুক্তি অনুযায়ী সপ্তাহে ১৭ কোটি টাকা করে পাবেন তিনি। সব মিলিয়ে এই চলতি সিজন থেকে ২০০ কোটি টাকার ওপর উপার্জন করবেন তিনি।অ্যাকশন, ড্রামা, রোম্যান্স সবকিছুতেই ভরপুর 'বিগ বস সিজন ১৩'। এখনও পর্যন্ত শোয়ের সবচেয়ে চর্চিত নাম সিদ্ধার্থ শুক্লা, শেহনাজ গিল এবং অসীম রিয়াজ। রিয়ালিটি শোয়ের শুক্রবারের এপিসোডে একসময়ের অভিন্ন হৃদয় বন্ধু সিদ্ধার্থ শুক্লা এবং আরতি সিংয়ের মধ্যে তুমুল ঝগড়ার সাক্ষী থেকেছে দর্শকরা। সব মিলিয়ে এক কথায় জমে উঠেছে 'বিগ বস সিজন ১৩'।