অনেকেই হয়ত জানেন না সলমন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেের যে ফ্লোরে থাকেন, সেটা ১ কামরার ফ্ল্যাট, উনি বিলাসিতা পছন্দ করেন না। ওঁর ফ্ল্যাটে একটি সোফা, একটি ডাইনিং টেবিল, একটি ছোট জায়গা রয়েছে যেখানে তিনি লোকজনের সঙ্গে কথা বলেন, আর রয়েছে ছোট একটা জিম। নামী ব্র্যান্ড বা দামি জিনিস উনি বিশেষ কিনতে চান না।
মুকেশ ছাবরা-সলমন খান
সম্প্রতি সলমন খানকে নিয়ে মুখ খুলেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তাঁর কথায় সলমন ইন্ডাস্ট্রির অন্যান্য শিল্পীদের মতো নয়, ওর মুড (মেজাজ) বুঝে কথা বলতে হয়। মুকেশ ছাবরার কথায়, ‘সলমন ঠিক কেমন মেজাজে রয়েছেন, সেটা দেখে নিয়ে তবেই আমি ওঁর সঙ্গে কথা বলি।’ আচমকা মুকেশের এমন কথা শুনে অনেকেই হয়ত ভাববেন সলমনের সমালোচনায় করেই একথা বলেছেন মুকেশ ছাবরা। কিন্তু নাহ, একেবারেই তা নয়। উল্টে ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।
কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার কথায়, ‘সলমন খান ভীষণই সৎ, ওর সততাকে প্রায়শই লোকেরা ভুল বোঝেন। কিন্তু ভাইজান আসলে ঈশ্বরের পাঠানো দূতের মতো। মুকেশের কথায়, সলমন হলেন'ভগবান কা বান্দা'। ও যখন যাঁর প্রয়োজন তাঁর পাশে থাকেন। অনেকেই হয়ত জানেন না সলমন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেের যে ফ্লোরে থাকেন, সেটা ১ কামরার ফ্ল্যাট, উনি বিলাসিতা পছন্দ করেন না। ওঁর ফ্ল্যাটে একটি সোফা, একটি ডাইনিং টেবিল, একটি ছোট জায়গা রয়েছে যেখানে তিনি লোকজনের সঙ্গে কথা বলেন, আর রয়েছে ছোট একটা জিম। নামী ব্র্যান্ড বা দামি জিনিস উনি বিশেষ কিনতে চান না।