টেলিভিশনের অন্যতম চর্চিত শো বিগ বস। এবার তা ওটিটি-তে। বড় টুইস্ট অভিনেত্রী শমিতা শেট্টি। শো-এর শুরু থেকেই চর্চায় শমিতা। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়াছে না তাঁর। বার বারই বিগ বসের ঘর থেকে তাঁর উঠে আসছে শিরোনামে। ঘরের আর এক প্রতিযোগি অক্ষরা সিংয়ের সঙ্গে এবার বাগবিতণ্ডায় জড়ালেন শমিতা। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, নুনের কৌটো নিয়ে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়েছেন ভোজপুরি নায়িকা অক্ষরা এবং শমিতা। এরপরই রান্নাঘরে শমিতা অত্যাধিক ইংরাজিতে কথা বলে প্রমাণ করতে তাঁর সঙ্গে বিতর্কে জড়ান ভোজপুরী নায়িকা। তাঁর কথায়, ‘বেশি ইংরাজি কপচাবেন না, দেশি ভাষায় কথা বলুন’। এর জবাবে শমিতা বলেন, 'আমি কোন ভাষায় কথা বলছি সেটা বিষয় নয়, তুমি আমার স্নায়ুর কম্পন বাড়িয়ে দাও।’ এরপর শমিতা অক্ষরার ওপর রীতিমতো চিৎকার করে বলেন, 'আমি তোমার চাকর নই।’ শমিতা ব্যক্তিগতভাবে প্রতিযোগি রাকেশকে বলেন, অক্ষরাকে তিনি কিছু বললে তখনই সে আক্রমণাত্মক হয়ে ওঠে। তখনই উড়ে আসে অক্ষরার মন্তব্য, তিনি চেঁচিয়ে বলেন, 'শমিতা আমার মায়ের থেকেও বড়, তাঁর কি কোনও ভদ্রতা নেই? তিনি খুবই অভদ্র মহিলা।’ এর আগে খাবার নিয়ে এই দুই প্রতিযোগীর মধ্যে ঝামেলার সময় অক্ষরা শমিতাকে বলেছিলেন, 'চার লাইন ইংরাজি কি বলে দিলেন নিজেকে হাই–ফাই ভাবতে শুরু করে দিয়েছেন, এখানে হিন্দি বলা উচিত, ইংরেজি বলার চল নেই।’মূলত এই প্রথম নয় এর আগেও শমিতাকে বয়স নিয়ে কটাক্ষ করেছিল অক্ষরা। বলি অভিনেত্রীকে মাসি বলে কটাক্ষ করেছিল সে। ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য় করতে দেখা যায়। ৪০ পেরিয়ে এখনও কেন বিয়ে করেননি সেই নিয়েও ঠাট্টা করেন অক্ষরা।