হইহই করে শুরু হয়ে গেছে আইপিএল। কান পাতলেই শোনা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দ্রুত লয়ের দামামার শব্দ। লীগে মোটামুটি স্বস্তিজনক অবস্থাতেই রয়েছে বিরাট কোহলির 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর'. সম্প্রতি, আইপিএল-এর একটি ম্যাচে হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স-এর অধিনায়ক। এবার স্ত্রী বলি-অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গেই খোশমেজাজে দেখা গেল তাঁকে। সম্প্রতি,মুম্বইয়ের অন্যতম পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ড-এ দেখা গেল এই জুটিকে। সেখানেই অনুষ্কা ও বিরাটের সঙ্গে 'বহু আকাঙ্খিত' ছবি তোলার সাধ পূরণ করলেন 'রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর'-এর নতুন সদস্য গ্যাব্রিয়েল বেন। তরুন এই ক্রিকেটার বিরাট ও অনুষ্কার সঙ্গে তাঁর তোলা ছবিটি নিজেই আপলোড করেছেন নেটমাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে দু'পাশে স্ত্রী অনুষ্কা ও গ্যাব্রিয়েলের কাঁধে হাত রেখে হাসিমুখে পোজ দিচ্ছেন বিরাট। তাঁকে যোগ্য সংগত করছে অনুষ্কার হাসি। গ্যাব্রিয়েলও ক্যামেরার দিকে বুড়ো আঙ্গুল তুলে 'থাম্বস আপ ' দেখাচ্ছেন। তরুণ তুর্কি যে এই ছবি তুলতে পেরে কতটা খুশি তা জানান দিচ্ছে ছবিতে তাঁর হাসিমুখ ও পোস্টের ক্যাপশন। সেখানে অনুষ্কাকে তিনি 'ম্যাম' এবং বিরাটকে 'ভাইয়া' সম্বোধন করে জানিয়েছেন এই ছবি তাঁর কাছে ছিল বহুদিনের স্বপ্ন। নেটমাধ্যমে ভাইরাল হওয়া আরও একটি ছবিতে দেখা যাচ্ছে ওই একই হোটেলের লাউঞ্জে একজন ফ্যানের সঙ্গে পোস্ট দিচ্ছে 'বিরুষ্কা'. অনুষ্কা পরে রয়েছেন সাদা শার্টের সঙ্গে স্ট্রাইপস স্কার্ট ও বিরাটকে দেখা যাচ্ছে নীল রঙের শর্টসের সঙ্গে ধূসর টিশার্টে।সম্প্রতি, 'আরসিবি'-র বেশ কিছু ক্রিকেটারের বিরাট অনুষ্কার জিম সেশনের ছবিও প্রকাশ্যে এসেছিল। প্রসঙ্গত,চলতি বছরের আইপিএল-এর এই গোটা মরসুম জুড়েই বিরাটের সঙ্গে রয়েছেন অনুষ্কা ও তাঁদের সন্তান ভামিকা।