একটানা টিআরপি টপার অনুরাগের ছোঁয়া। প্রতিপক্ষে ‘মুকুট’ থেকে শুরু করে ‘ইচ্ছে পুতুল’-এর মতো ধারাবাহিক এনেও কোনও লাভের লাভ হয়নি। আপাতত বড় টুইস্ট আসছে ধারাবাহিকে। যা সিরিয়ালের টিআরপি আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে।
ধারাবাহিকের গল্পে এতদিন ধরে দেখানো হয়েছে সূর্য আর দীপারই সন্তান সোনা আর রূপা। যদিও সূর্যকে তার ছোটবেলার বান্ধবী মিশকা বুঝিয়েছে যে সে কোনওদিনই বাবা হতে পারবে না শারীরিক কিছু সমস্যা থাকার কারণে। বরং দীপা তাঁকে ঠকিয়েছে। দীপার সন্তানের বাবা আসলে সূর্যরই ডাক্তার বন্ধু কবীর। সেই থেকেই দূরত্ব আসে সূর্য আর দীপার সম্পর্কে। আলাদা হয়ে যায়, যদিও ডিভোর্স হয় না। আরও পড়ুন: মাথার সব চুল পড়ে যাচ্ছে? রান্নাঘরের এই মশলা দিয়ে চা বানান
এদিকে দীপা যপজ সন্তানের জন্ম দিলে সূর্যর মা এক সন্তানকে তুলে এনে দেয় সূর্যকে মানুষ করতে, যদিও লুকিয়ে রাখে পরিচয়। পরে সবটাই জানাজানি হয়ে যায়। দীপা জেনে যায় সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। সূর্যর কাছে থাকা মেয়েটিও আসলে তাঁরই গর্ভজাত। সোনা-রূপাও জেনে যায় তাঁরা একই মায়ের সন্তান। আর সবশেষে সূর্যও লুকিয়ে মা আর দীপার মধ্যে হওয়া কথা শুনে জেনে ফেলে তাঁর মা দীপার সন্তানকে মানুষ করিয়েছে তাঁর কাছে। দীপার কাছে থাকা রূপা আর তার কাছে থাকা সোনা আসলে যমজ বোন। আরও পড়ুন: ভরা প্রেগন্যান্সিতে বসে বসে ‘লাথি খাচ্ছেন’ ঋদ্ধিমা! ‘এটাই সুখ’, লিখলেন ইনস্টায়
এরপরই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে সূর্য। নতুন প্রোমো বলছে বাবাই করবে নিজের মেয়েদের কিডন্যাপ। সোনা আর রূপাকে ভুলিয়া ভালিয়ে গাড়িতে করে নিয়ে যাবে দূরে। আর মেয়ে রূপাকে খুঁজতে খুঁজে দীপা জানতে পারবে রূপার মতো খুঁজে পাওয়া যাচ্ছে না সোনাকে। এমনকী পাওয়া যাচ্ছে না সূর্যকেও। দীপা কি আদৌ ধরতে পারবে নিজের ভালোবাসার মানুষের এই নোংরা চক্রান্ত। এর পিছনে কি আদৌ কোনও হাত আছে ‘শয়তান’ মিশকার?
গত সপ্তাহেও অনুরাগের ছোঁয়ার টিআরপি-তে নম্বর ছিল ৮.৪। তবে তারও আগের সপ্তাহে নম্বর ছিল নয়ের ঘরে। কিন্তু গত সপ্তাহে নম্বর কমে অনেকটাি। ঘাড়ে নিশ্বাস ফেলে জগদ্ধাত্রী ৮.৩ পেয়ে। এখন দেখার চলতি সপ্তাহে আদৌ টিআরপি টপার হওয়া হয় নাকি ‘অনুরাগের ছোঁয়া’-র।