
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সম্প্রতি, বুকে অস্ত্রপচার হয়েছে বিখ্যাত বলি-পরিচালক অনুরাগ কশ্যপের। এখন ভালো আছেন তিনি। সদ্য বাড়িও ফিরেছেন অনুরাগ। জানা গেছিল বেশ কিছুদিন আগে বুকে বেশ ব্যাথা হওয়াতে শারীরিক পরীক্ষা করিয়েছিলেন তিনি। সেখানেই ধরা পড়ে তাঁর হৃদযন্ত্রে রয়েছে ব্লকেজ। এরপরেই চিকিৎসকদের পরামর্শে দেরি না করে অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়ে ছিলেন অনুরাগ।আন্ধেরির একটি বেসরকারি হাসপাতালেই 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর পরিচালকের অস্ত্রপচার হয়েছে বলাই জানা গেছে। এবার সামনে এল অস্ত্রপচারের পর অনুরাগের সম্পূর্ণ নতুন 'লুক'-এর ছবি। সেই ছবি দেখে পরিচালকের অতি বড় ভক্তেরও যে তাঁকে চিনতে কয়েক লহমা লাগবে, সেকথা নিশ্চিন্তে বলা যায়।
সুস্থ হওয়ার পর বাবা অনুরাগকে নিয়ে একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করলেন মেয়ে আলিয়া। তাঁর সেই সোশ্যাল পোস্টেই ধরা পড়েছে 'রামন রাঘব ২.০'-এর পরিচালকের সেই লুক। ইনস্টাগ্রাম স্টোরিজে আলিয়াহর পোস্ট করা ভিডিয়ো ক্লিপটিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ ন্যাড়া মাথার অনুরাগকে। পাশাপাশি একগাল চাপ দাড়ি ও ঘন,জোড়া ভুরুতে চিরপরিচিত এই পরিচালকের মুখের সঙ্গে তাঁর এই 'অবতার'-কে মেলানো রীতিমতো কষ্টকর। তবে তাঁর মুখে ফুটে রয়েছে সহজ হাসি। উল্লেখ্য, আলিয়া কাশ্যপ মার্কিন মুলুকে পড়াশোনা করছিলেন, তবে এখন তিনি মুম্বইতে আছেন।
আলিয়ার পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে অনুরাগের পরনে রয়েছে হালকা নীল রঙের টিশার্ট। গলা থেকে ঝুলছে কালো রঙের মাস্ক। ভিডিওটি জুম করামাত্রই বলি-পরিচালক বলেওঠেন, "উফফ, পুরো অন্ধ হয়ে গেছি!" যা শুনে খিলখিল করে ফোনের ওপারে থাকা আলিয়া হেসে ওঠেন।আপাতত ৪৮ বছর বয়সী এই পরিচালককে কয়েক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
অন্যদিকে,একটি নতুন ছবির কাজে ব্যস্ত ছিলেন অনুরাগ। নাম 'দোবারা'. ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তাপসী পান্নু,পাভাইল গুলাটি, রাহুল ভাট ও শাশ্বত চট্টোপাধ্যায়-কে। এই নিয়ে তৃতীয়বার তাপসীর সঙ্গে কাজ করছেন অনুরাগ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports