সোমবার রাত থেকেই সোনি টিভিতে ফের শুরু হতে চলেছে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি'। লেখাই বাহুল্য, 'কৌন বনেগা ক্রোড়পতি'-এ ১৩ নম্বর সিজনের সঞ্চালকের ভূমিকায় হট সিটে আরও একবার বসবেন অমিতাভ বচ্চন। তবে জানেন কি বচ্চন বাড়ির সদস্যরাও নিজেদের মধ্যে সময় পেলেই জমিয়ে খেলা শুরু করে দেন 'কেবিসি'-র। নিজের মুখেই এ কথা ফাঁস করেছিলেন 'বিগ বি' স্বয়ং।২০১৯ সালে এক সাংবাদিক সম্মেলনে নিজের মুখেই অমিতাভ জানিয়েছিলেন তাঁর বাড়িতে সময় সুযোগ পেলেই তাঁর কন্যা শ্বেতা, পুত্রবধূ ঐশ্বর্য কেবিসি খেলা শুরু করে দেন। আরও জানিয়েছিলেন তাঁর পরিবারের সব সদস্য এই গেম শো দেখেন। বিশেষ করে তাঁর স্ত্রী জয়া বচ্চন। 'সিনিয়র বচ্চন'-এর কথায়, 'জয়া তো সব কাজকর্ম ফেলে এই শো দেখতে বসে যায়। আবার কখনও আমিও বাড়ি থাকলে সবাই মিলে এই খেলা নিয়ে আলোচনা করি। সঙ্গে প্রশ্নোত্তর পর্ব তো চলতেই থাকে'।এরপর অমিতাভের উদ্দেশে প্রশ্ন ভেসে আসে তাঁর নাতনি আরাধ্যা কি কেবিসি দেখে? জবাবে হ্যাঁ বলে 'শাহেনশাহ' বলেছিলেন, 'শুধু দেখেই না, মাঝেমধ্যে আমাকেও বাড়িতে হট সিটে বসতে হয়। আরাধ্যাকে নানারকম প্রশ্ন করি। জবাব না দিয়ে সে উল্টে আমাকে জিজ্ঞেস করে এই প্রশ্নটার জবাব কি দিতেই হবে না কি না দিলেও চলবে? এরকম চলে আর কি...'