২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া। এক দশকের ছোট্ট কেরিয়ারেই একাধিক হিট উপহার দিয়েছেন। একাধিক ব্র্যান্ডের মুখ তিনি। রিপোর্ট অনুসারে ২০২২ সালে অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১০ মিলিয়ান অর্থাৎ ৭৪ কোটি। বর্তমানে খবর মিলছে আলিয়া তাঁর প্রোডাকশন হাউসের মাধ্যমে সম্পত্তিতে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করেছেন। এপ্রিল মাসে বান্দ্রায় একাধিক বাড়ি কিনেছেন ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেত্রী।আলিয়া (Alia Bhatt) বান্দ্রা পশ্চিমে ২৪৯৭ বর্গফুট জুড়ে বিস্তৃত একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন ৩৭.৮০ কোটি টাকা দিয়ে। যা তাঁর প্রোডাকশন হাউজ ‘ইটারনাল সানশাইন প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’-এর নামে ক্রয় করা হয়েছে। একটি নিউজ পোর্টাল অনুসারে যা এরিয়াল ভিউ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত। পালি হিল এরিয়ায়। তিনি ২.২৬ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিয়েছেন বলেও জানা গিয়েছে। এবং বিক্রয় চুক্তিটির রেজিস্ট্রেশন হয়েছে ১০ এপ্রিল ২০২৩ তারিখে। এছাড়াও আলিয়া তাঁর দিদি শাহিনকে (Shaheen Mahesh Bhatt) মুম্বইতে ৭.৬৮ কোটি মূল্যের দুটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন বলেও খবর। একটি প্রাইজ সার্টিফিকেটের মাধ্যমে, আলিয়া তার বোনকে ওই দুটি ফ্ল্যাট উপহার দিয়েছেন বলেই জানা গিয়েছে। যা জুহু মুম্বইয়ের গিগি অ্যাপার্টমেন্টে অবস্থিত ২০৮৬.৭৫ বর্গফুট এলাকা জুড়ে। এই লেনদেনের জন্য তাঁকে ৩০.৭৫ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে।আলিয়া বর্তমানে তাঁর স্বামী রণবীরের সঙ্গে থাকেন বান্দ্রার পালি হিলে। এই বাড়ির বারান্দাতেই চার হাত এক হয়েছে দুজনের। বাস্তুতেই তাঁরা থ্রো করেছিলেন রিসেপশন পার্টি। তবে খুব জলদি আলিয়া ভাট এবং রণবীর কাপুর চলে যাবে তাঁদের নতুন বাংলোতে। কাজ চলছে রালিয়ার আট তলা স্বপ্নের বাড়ি কৃষ্ণ রাজ বাংলোর। যেখান থেকে আরব সাগরের খুব সুন্দর ভিউ চোখ পড়ে। কাজের সূত্রে, আলিয়াকে শেষ দেখা গিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। যা ২০২২ সালে ব্যবসা করেছিল সাড়ে ৪০০ কোটির কাছাকাছি। প্রথমবার এই সিনেমাতেই জুটি বেঁধেছিলেন রিয়েল লাইফের এই জুটি। এরপর নভেম্বরে মেয়ে রাহার জন্ম দেন তাঁরা। মাঝে রণবীর সিং-এর সঙ্গে কাজ করেছেন রকি অর রানি কি প্রেম কাহানি-তে। যা চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমা দিয়েই ৭ বছর আগে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। প্রযোজনায় ধর্মা প্রোডাকশন। আলিয়াকে দেখা যাবে হার্ট অফ স্টোন ছবিতেও। মুক্তি পাওয়ার কথা ১১ অগস্ট। প্রেগন্যান্সিতেই এই সিনেমার কাজ করেছিলেন তিনি। (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)