সঞ্জয় লীলা বনসালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। অভিনেত্রীর কেরিয়ার এখন তুঙ্গে। দিদি শাহিন ভাটের সঙ্গে দারুণ সম্পর্ক এই বলি ডিভার। প্রায়শই দিদির সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি দিদি শাহিন ভাটের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন আলিয়া।
দিদি শাহিন ভাটের উপর কতটা নির্ভরশীল আলিয়া, স্ক্রিনশট শেয়ার করে সেকথা জানিয়েছেন অভিনেত্রী। আলিয়া ভাটের বাবা বিখ্যাত প্রযোজক মহেশ ভাট। দু'বার বিয়ে করেছেন তিনি। প্রথমে কিরণ ভাটকে বিয়ে করেন। এই বিয়ে থেকে পরিচালকের দুটি সন্তান রয়েছে, পূজা ভাট এবং রাহুল ভাট। এরপর মহেশ ভাট দ্বিতীয়বার বিয়ে করেন সোনি রাজদানকে। এই বিয়ে থেকে তাঁর দুটি সন্তানও রয়েছে, আলিয়া ভাট এবং শাহিন ভাট। আরও পড়ুন: জামাই কেএল রাহুলকে জড়িয়ে ধরে ছবি দিলেন সুনীল, চমকে যাওয়া মন্তব্য মেয়ে আথিয়ার
দিদির সঙ্গে আলিয়া ভাটের বন্ধন
আলিয়া ও শাহিন দু'জনের মধ্যে খুব ভালো সম্পর্ক। প্রায়ই দুজনকে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি, আলিয়া ভাটের ইউটিউব চ্যানেলে একটি ভ্লগও উপস্থিত হয়েছিলেন শাহিন, যেখানে দুই বোনকে ত্বকের যত্ন নিতে দেখা গিয়েছে। আলিয়া জানিয়েছিলেন, শাহিনই তাঁর ত্বকের যত্ন নেওয়ার গুরু।