'দিদি নম্বর ওয়ান' আর ‘দাদাগিরি’, নিত্যদিনই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে জি বাংলার এই দুই শো। বিশেষ করে রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত 'দিদি নম্বর ওয়ান'-শোয়ের জনপ্রিয়তার কথা নতুন করে না বললেও চলবে। সাধারণ মহিলারা ছাড়াও বহু তারকাকে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শোয়ে হাজির হতে দেখা যায়। আর এবার 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে হাজির হতে চলেছেন টেলিভিশনের বেশকিছু পরিচিত, জনপ্রিয় মুখ। আর তাঁদের সঙ্গে থাকবে তাঁদের কাছের বন্ধুরা।
ফের একবার 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে দেখা যেতে চলেছে অভিনেত্রী নবনীতা দাসকে। আর সেখানেই নবনীতাকে নিয়ে ‘বেফাঁস’ তাঁর ছোটবেলার বন্ধু। সামনে এসেছে সেই এপিসোডের প্রমো। সেখানে রচনাকে বলতে শোনা যাচ্ছে, ‘নবনীতাকে আমরা সাধারণত দেখি ধীর-স্থির লক্ষ্মীমন্ত একটা মেয়ে’। ঠিক তখনই অভিনেত্রীর কাছের বন্ধু বলে বসেন, ‘এক্কেবারেই নয়, আমার বাড়িতে পাঁচিল টপকে আসত।’ এমন কথায় হেসে লুটোপুটি খান রচনা।
আরও পড়ুন-আসছে 'বাবুর্চি'র রিমেক, শীঘ্রই শুরু শ্যুটিং, জয়া বচ্চন, রাজেশ খান্নার চরিত্রে কে?