‘রিফিউজি’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হয়েছিল অভিষেক বচ্চনের। 'বর্ডার' ছবি খ্যাত পরিচালক জে পি দত্তের নির্দেশনায় এই ছবির সুবাদে অভিষেকের সঙ্গে বলিপাড়ায় ডেবিউ করেছিলেন করিশ্মা কাপুরও। তবে আজ এত বছর পরেও নিজের ডেবিউ ছবি নিয়ে একটি বড়সড় আফসোস আজও রয়ে গেছে অভিষেকের। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এ কথা ফাঁস করলেন 'জুনিয়র বচ্চন' স্বয়ং!কোনওরকম ভণিতা না করে অভিষেক জানিয়েছেন যে সেই সময়ে জে পি দত্তের মতন ওরকম মহান এক পরিচালকের সঙ্গে কাজ করার জন্য আদপেই প্রস্তুত ছিলেন না তিনি। 'রিফিউজি'-তে তাঁর অভিনয় 'আরও ভালো' হওয়া উচিত ছিল বলে মনে করেন অভিষেক। এই প্রসঙ্গে সেই সাক্ষাৎকারে সোজাসুজি অভিষেক বলে ওঠেন, ' জে পি দত্তের মতো মহান এক পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ সবাই পায় না। তাই প্রস্তুতি আরও জোরদার হওয়া উচিত ছিল আমার। তাঁর ছবিতে কাজ করা অত্যন্ত সম্মানের। সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য যে প্রস্তুতির প্রয়োজন ছিল তা সত্যিই আমার ছিল না। সেই আফসোস আমার আজও রয়ে গেছে'।তবে অভিনয়ে প্রথমে জড়তা থাকলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠতে পেরেছিলেন অভিষেক। 'যুবা', 'গুরু', 'বান্টি অউর বাবলি', 'ধুম' এর মতো অজস্র হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। কুড়ি বছরের উপর ফিল্মি কেরিয়ারে ৬০টির মতো ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে ফেলেছেন তিনি।